Advertisement
Advertisement
App cab

অ্য়াপে জরিমানা না দিলে অধরা সিএফ-ইনসিওরেন্স! সরকারি নিয়মের প্রতিবাদে পথে অ্যাপ ক্যাব চালকরা

পরিবহণ দপ্তর অভিযান করবেন ক্যাব চালকরা।

App cab driver union will hold rally against new Traffic rules
Published by: Paramita Paul
  • Posted:May 28, 2025 5:00 pm
  • Updated:May 28, 2025 5:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ট্রাফিক আইন অনুযায়ী অ্য়াপের মাধ্যমে জরিমানা না মেটালে হবে না পারমিট রিনিউ, সিএফ বা গাড়ির ইনসিওরেন্স। এই আইনের প্রতিবাদে এবার পথে নামছে অ্যাপ ক্যাব চালকদের ইউনিয়ন। আগামিকাল, বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রমিক ভবনের সামনে জমায়েত করবে তাঁরা। তারপর পরিবহণ দপ্তর অভিযান করবেন তাঁরা।

Advertisement

কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভারস ইউনিয়নের অভিযোগ, নতুন ট্রাফিক আইন অনুযায়ী অ্যাপের মাধ্যমে জরিমানা না দলে পারমিট, সিএফ, ইনসিওরেন্স, পলিউশন সার্টিফিকেট কিছু করা যাবে না। এই অত্যাচার বন্ধ করতে হবে। এতদিন লোক আদালতের মারফত কিছুটা ছাড়ে জরিমানা মেটাত। সেই সুযোগ এবার বন্ধ হয়ে যাচ্ছে। তাই এবার আন্দোলনের পথে চালকরা। তাদের দাবি, রাজ্য সরকারের উদ্যোগে বেশ কিছু বাইক ট্যাক্সির কমার্শিয়াল নম্বর প্লেট দেওয়া হয়েছে। কিন্তু ঋণ থাকার জন্য অনেকেই প্রাইভেট নম্বর প্লেট থেকে হলুদ নম্বর প্লেট করাতে পারছেন না। এই সমস্যার দ্রুত সমাধানে আরও ক্যাম্প করতে হবে। পাশাপাশি প্রতি বছর ভাড়া ঘোষণার দাবিও করেছে তারা। এই দাবিতেই এবার পথে নামছেন অ্যাপ ক্যাব চালকরা।

এ প্রসঙ্গে ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভারস ইউনিয়নের সহ সম্পাদক সোহাগ খান জানান, পাঁচ দফা দাবিতে ২৯ মে পরিবহণ দপ্তর অভিযান করা হবে। বেলা ১১টায় শ্রমিক ভবনে জমায়েত করবেন চালকরা। তারপর মৌলালি থেকে ক্রিক রো হয়ে পরিবহণ দপ্তর পৌঁছবেন আন্দোলনকারীরা। গাড়ি মিছিলও করা হতে পারে। এই রাস্তায় যানজট হতে পারে আশঙ্কা প্রকাশ করছেন নিত্যযাত্রীরা। 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ