Advertisement
Advertisement
Calcutta HC

পুজো অনুদান রোধে মরিয়া রাম-বাম, পুরনো মামলার উল্লেখ হাই কোর্টে

এবছর প্রতিটি পুজো কমিটি ১ লক্ষ ১০ হাজার টাকা করে সরকারি অনুদান পাবে।

Appeal at Calcutta HC against Puja allowance by WB govt

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:August 2, 2025 10:34 am
  • Updated:August 4, 2025 4:57 pm  

গোবিন্দ রায়: পুজোর অনুদান ঠেকাতে মরিয়া রাম-বাম এবারও হাই কোর্টের দ্বারস্থ হচ্ছে। শুক্রবার সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, তিনি রাজ্য সরকারের পুজো অনুদানের বিরুদ্ধে হাই কোর্টে এবারও যাবেন। এদিনই হাই কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে পুরনো মামলার প্রসঙ্গ টেনে।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই পুজো অনুদানের কথা ঘোষণা করেছেন। এবছর প্রতিটি পুজো কমিটি ১ লক্ষ ১০ হাজার টাকা করে সরকারি অনুদান পাবে। রাজ্যের বিশাল পুজো অর্থনীতির পক্ষে এই অনুদান একটি বিরাট ভূমিকা পালন করে। কিন্তু প্রতিবছরই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই অনুদান ঠেকাতে হাই কোর্টের দ্বারস্থ হয় রাম-বাম। এদিন বিকাশবাবু বলেন, “হাই কোর্টে যাব ঠিকই, কিন্তু তাতে কতটা সুবিধা হবে জানি না। মামলার শুনানি করতে করতে পুজো এসে যাবে। হাই কোর্টে ছুটি পড়ে যাবে।”

২০২০ সালে এই অনুদান নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় হাই কোর্টে। মুখ্যমন্ত্রীর ঘোষণার বিরোধিতা করে মামলা দায়ের করেন দুর্গাপুরের বাসিন্দা জনৈক সৌরভ দত্ত। গত কয়েক বছর সেই পুরনো মামলাতেই নতুন আবেদন জানিয়ে মামলা দায়ের করা হয়। হাই কোর্ট সূত্রে জানা গিয়েছে, শুক্রবারও আদালতের উল্লেখ পর্বে হাই কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয় বিজেপির তরফে। তার প্রেক্ষিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত।

প্রতিবারই মামলার কয়েক দফা ধরে শুনানি চলে। কিন্তু হাই কোর্ট কোনওবারই এই অনুদান বন্ধ করে কোনও রায় দেয়নি। বিকাশের ধারণা, এবারও হাই কোর্ট এই অনুদান বন্ধ করবে না। তবুও সরকারকে অস্বস্তিতে ফেলতে রাম-বাম জোট বেঁধে হাই কোর্টে আবেদন করছে। বিকাশ বলেন, “স্পর্শকাতর বিষয়। হাই কোর্ট কড়া কড়া কথা বললেও কোনও নির্দেশ বা রায় দিতে চায় না। শুধু তারিখ পে তারিখ হয়।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement