Advertisement
Advertisement
NIA

টিটাগড় বিস্ফোরণে NIA তদন্তের আর্জি, কলকাতা হাই কোর্টে দায়ের মামলা

শুনানি কবে?

Appeal at Calcutta HC seeking NIA probe on Titagarh blast

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 25, 2025 11:40 am
  • Updated:June 25, 2025 1:40 pm  

গোবিন্দ রায়: টিটাগড় বিস্ফোরণ মামলায় এনআইএ তদন্তের আর্জি। বুধবার এবিষয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সূর্যনীল দাস। আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা।

ঘটনার সূত্রপাত মে মাসের ১৯ তারিখ। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে টিটাগড়ের বাঁশবাগান এলাকা। একটি বহুতলে বিস্ফোরণের জেরে দেওয়াল ভেঙে পড়ে। পাশের টালির বাড়ির ছাদও উড়ে যায়। এরপরই স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে ফ্ল্যাটটি জবরদখল করে রাখার অভিযোগ ওঠে। তদন্তে নেমে পুলিশ কাউন্সিলর আরমান মণ্ডল ওরফে মহম্মদ রিয়াজউদ্দিন-সহ আরশাদ খান ও মহম্মদ শারুককে গ্রেপ্তার করে। ঘটনাপ্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং জানান, “শুধু বিস্ফোরণ বলে ঘটনাটিকে ছোট করলে হবে না। পাশেই ক্যান্টনমেন্ট এলাকা। সবটাকে এক জায়গায় নিয়ে এলে ঘটনার গুরুত্ব বোঝা যাবে। তাই পুলিশ তদন্ত করলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএকে দিয়ে এর তদন্ত করা উচিত।”

বুধবার এবিষয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সূর্যনীল দাস। এনআইএ তদন্তের আর্জি জানানো হয়েছে। আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা। প্রসঙ্গত, অর্জুন গড় বলে পরিচিতি টিটাগড়, বারাকপুর চত্বরে অশান্তির ঘটনা নতুন নয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement