সুব্রত বিশ্বাস: হাওড়া স্টেশনে (Howrah) টাকার পাহাড়! উৎসবের মাঝে হাওড়ার ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রায় ৩২ লক্ষ টাকা উদ্ধার করল আরপিএফ। বিপুল নগদ-সহ দুজনকে আটক করা হয়েছে। দুজনই বিহারের বাসিন্দা বলে আরপিএফ সূত্রে খবর।
আরপিএফ সূত্রে খবর, মঙ্গলবার রাতে স্টেশনে নিয়মমাফিক তল্লাশি চালাচ্ছিল রেলপুলিশ। সেই সময় দুই ট্রেনযাত্রীর পিঠে ভারী ব্যাগ দেখে তাঁদের সন্দেহ হয়। দুই যাত্রীকে আটক করে তাঁদের আইডি কার্ড দেখতে চান আধিকারিকরা। এর পর তাঁদের ব্যাগপ্যাকে কী আছে জানতে চাইতেই রেলপুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন দুই বৃদ্ধ। তাঁদের ব্যাগ পরীক্ষা করতেই চোখ কপালে ওঠে আরপিএফ আধিকারিকদের।
জানা গিয়েছে, ধৃত সুরেন্দ্রপ্রসাদ লোহারাকার ব্যাগ থেকে ১৭ লক্ষ ৭৫ হাজার টাকার উদ্ধার হয়। আরেক বৃদ্ধ যাত্রী মুকেশ মণ্ডলের কাছ থেকে ১৪ লক্ষ ২০ হাজার টাকা মেলে। সবমিলিয়ে উদ্ধার হওয়া নগদের পরিমাণ ৩১ লক্ষ ৯৫ হাজার টাকা। ধৃত দুজনই বিহারের বাসিন্দা বলে খবর। তাঁদের আয়কর বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। পূর্ব রেলের আরপিএফের আইজি পরমশিব জানিয়েছেন, দুই যাত্রীই বৃদ্ধ। বয়স ৬৫ বছরের উপরে। তাঁদের ভারী ব্যাগ দেখে সন্দেহ হয়। তল্লাশি চালাতেই উদ্ধার হয় টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.