Advertisement
Advertisement
Arjun Singh

অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি মামলায় আদালতের প্রশ্নের মুখে রাজ্য, রিপোর্ট পেশের নির্দেশ

অর্জুন সিংয়ের বাড়ি ও সংলগ্ন এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Arjun Singh: Court questions police on bombing at BJP Leader residence
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 29, 2024 12:51 pm
  • Updated:October 29, 2024 1:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগে বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। এনআইএ তদন্ত দাবি জানিয়েছিলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ। সেই মামলায় এবার রাজ্যের রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট।

Advertisement

৫ অক্টোবর সকালে অর্জুন সিংয়ের(Arjun Singh) বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা ইট, বোমা ও গুলি চালায় বলে অভিযোগ। জগদ্দলের মেঘনা মোড়ে উত্তেজনা ছড়ায়। বোমার স্পিন্টার তাঁর পায়ে লাগে বলেই অভিযোগ। তৃণমূল নেতা নমিত সিং ও তাঁর দলবল এই কাজ করেছে বলেই দাবি প্রাক্তন সাংসদের। ঘটনায় এনআইএ তদন্ত দাবি করে হাই কোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। সেখানেই অর্জুন সিংয়ের আইনজীবী দাবি করেন, সিসিটিভিতে স্পষ্ট অভিযুক্তদের দেখা যাচ্ছে। তাঁরা সকলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে দাবি করা হয়। এদিকে কেন্দ্রের আইনজীবী জানান, এনআইএ তদন্তের জন্য রাজ্যের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়নি।

এর পরই এই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাই কোর্ট। অর্জুন সিংয়ের বাড়ি ও সংলগ্ন এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে নিয়মিত বেঞ্চে। উল্লেখ্য, এই ঘটনা জানিয়ে অমিত শাহকেও চিঠি দিয়েছিলেন অর্জুন সিং।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ