Advertisement
Advertisement
Arjun Singh

আগামী ২৪ ঘণ্টা গ্রেপ্তার করা যাবে না, আদালতের মৌখিক রক্ষাকবচে সাময়িক স্বস্তি অর্জুন সিংয়ের

বারাকপুর আদালত অর্জুনকে গ্রেপ্তারির নির্দেশ দিয়েছিল।

Arjun Singh gets 24 hours safeguard from arrest

ফাইল ছবি।

Published by: Suhrid Das
  • Posted:April 2, 2025 1:20 pm
  • Updated:April 2, 2025 1:35 pm   

গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টে সাময়িক স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং। আগামী ২৪ ঘণ্টা গ্রেপ্তার করা যাবে না তাঁকে। কলকাতা হাই কোর্ট আজ বুধবার মৌখিক এই নির্দেশ দিয়েছে। জগদ্দল গুলি কাণ্ডে বারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। গতকাল বারাকপুর এসিজেএম আদালতের বিচারক মণিকা চট্টোপাধ্যায় এই নির্দেশ দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং। আজ বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে সেই মামলার শুনানি হয়।

Advertisement

সেখানেই সাময়িক স্বস্তি পেলেন এই বিজেপি নেতা। অর্জুন সিংয়ের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ করা যাবে না। মৌখিক সেই নির্দেশ এদিন বিচারপতি দিয়েছেন। আগামিকাল ফের এই মামলার শুনানি রয়েছে। সেই শুনানি পর্যন্ত পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না। এদিন হাই কোর্টে জগদ্দল গুলি কাণ্ডে অর্জুন সিংয়ের পক্ষ থেকে আগাম জামিন ও রক্ষাকবচ চেয়ে আবেদন করা হয়েছিল। সেই মামলার শুনানিতে একদিনের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৬ মার্চ রাতে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় শ্রমিকদের মধ্যে গন্ডগোল হয়েছিল। সেই খবর পেয়ে অর্জুন সিং কয়েকজনকে সঙ্গে নিয়ে মেঘনা মোড়ের কাছে পৌঁছেছিলেন। সেখানে গিয়ে অর্জুনের অভিযোগ, দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালায়। এবার পালটা ধাওয়া করেন তাঁরাও। তাতেই চম্পট দিতে গিয়ে জখম হন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় ওই এলাকা। আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সেই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’বার অর্জুন সিংকে তলব করে বারাকপুর পুলিশ। তবে তিনি হাজিরা দেননি। পরেরদিন ভাটপাড়ার ‘মজদুর ভবনে’ গিয়ে অর্জুনকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশকর্তারা। এর একদিন পরই ব্যক্তিগত কাজে অর্জুন সিং ভিনরাজ্যে গিয়েছেন।

তিনি এখনও রাজ্যে ফিরে আসেননি বলেই খবর। এদিকে ওই ঘটনায় বারাকপুর আদালতে মামলা ওঠে। বিচারক গতকাল অর্জুন সিংয়ের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিজেপি নেতা কি তাহলে গ্রেপ্তার হবেন? সেই আশঙ্কার কথা উঠে আসে।

 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ