ছবি: শুভাশিস রায়।
অর্ণব আইচ: পুজো শুরুর এক মাস আগেই কলকাতা শহর মাতবে দুর্গোৎসবের (Durga Puja 2022) মৌতাতে। বাংলার দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় বৃহস্পতিবার শহরে বিশাল মিছিলের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুর বারোটার পর থেকে বিকেল পর্ষন্ত মিছিল বুঝে কলকাতার বেশকিছু রাস্তায় যান চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণ করা হবে। বাড়ি থেকে বেরনোর আগে এক ঝলকে দেখে নিন, কোন রাস্তা বন্ধ থাকবে। কোন রাস্তা দিয়ে পৌঁছে যাবেন গন্তব্যে।
বৃহস্পতিবার মিছিল শুরু হবে গিরিশ পার্ক থেকে। মূলত সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে যাবে মিছিল। মিছিল পৌঁছবে ডোরিনা ক্রসিংয়ে। রেড রোডে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
মিছিলের জন্য সমস্ত রাস্তায় যান চলাচল এবং পার্কিং নিয়ন্ত্রণ করা হবে, সেগুলি হল- ভূপেন বোস অ্যাভিনিউ (পশ্চিমমুখী), যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ, বিবেকানন্দ রোড, কালীকৃষ্ণ টেগোর স্ট্রিট, মহাত্মা গান্ধী রোড, বি বি গাঙ্গুলি স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউ, এস এন ব্যানার্জি রোড, লেনিন সরণি, মেয়ো রোড, আউট্রাম রোড, রাণী রাসমনি অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড, ডাফরিন রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড, নিউ রোড, এসপ্ল্যানেড র্যাম্প, এসপ্ল্যানেড রোড (ইস্ট)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.