Advertisement
Advertisement
Nagerbazar

সুযোগ বুঝেই অন্তর্বাসে গয়না চালান! নাগেরবাজারে সোনার দোকানে চুরির চেষ্টা, গ্রেপ্তার ২ তরুণী

সন্দেহ হতেই তরুণীদের আটকে রাখেন দোকানের কর্মচারীরা।

Attempted robbery at gold shop in Nagerbazar, 2 women arrested
Published by: Subhankar Patra
  • Posted:June 8, 2025 1:35 pm
  • Updated:June 8, 2025 1:53 pm   

বিধান নস্কর, বিধাননগর: ক্রেতা সেজে সোনার গয়না চুরির চেষ্টা! ফাঁক পেতেই অন্তর্বাসে গয়না চালান! সন্দেহ হতে তাঁদের বসিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন কর্মচারী। তাতেই নাগেরবাজারে গ্রেপ্তার ২ তরুণী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে পুরনো সোনাপট্টিতে।

Advertisement

দোকান মালিক জানিয়েছেন, শনিবার রাতে দুই তরুণী তাঁর দোকানে আসেন। সোনার গয়না দেখার সময় কর্মচারী অন্যদিকে তাকাতেই দু’টি সোনার আংটি একটি লকেট সরিয়ে ফেলেন দুই তরুণী। কর্মচারীর সন্দেহ হতেই তিনি তাঁদের বসিয়ে রেখে দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, দুই তরুণী সোনার গয়না দেখেছেন। এক ব্যক্তি (কর্মচারি) অন্যদিকে তাকাতেই এক তরুণী নিজের অন্তর্বাসে গয়নাগুলি লুকিয়ে নেন ( ফুটেজের সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। ফুটেজ দেখে নিশ্চিন্ত হয়ে তাঁদের আটকে রেখে খবর দেওয়া হয় নাগেরবাজার থানায়। পুলিশ অভিযুক্ত দুই তরুণীকে গ্রেপ্তার করেছে।

দোকানের মালিক বলেন, “ঘটনার সময় আমি দোকানে ছিলাম না। কর্মচারী আমাকে ফোন করে চুরি কথা বলেন।খবর শুনে আমি ছুটে আসি। পুলিশে খবর দিই। ধৃত তরুণীদের থেকে গয়না উদ্ধার হয়েছে। পুলিশ ওদের গ্রেপ্তার করেছে। চাই শাস্তি হোক।” আজ, রবিবার ধৃতদের আদালতে তোলা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ