ফাইল ছবি
নব্যেন্দু হাজরা: জাতীয়, রাজ্য় সড়ক-সহ রাজ্যের গুরুত্বপূর্ণ রাস্তায় আর চলবে না অটো, টোটা! কড়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য পরিবহণ দপ্তর। জেলাশাসক ও পুরসভাগুলিতে এই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। কড়া নজর রাখতে বলা হয়েছে পুলিশকেও। উল্লেখ্য, জাতীয় ও রাজ্য় সড়কে অটো-টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা ছিল আগেই। সেই নিয়ম ভাঙা হচ্ছে বলে প্রশাসনের নজরে এসেছে।
জাতীয় ও রাজ্য় সড়কে দেদার চলছে অটো-টোটো-সহ একাধিক বেআইনি তিনচাকা গাড়ি। যার জেরে বাড়ছে যানজট। এমনকী, একাধিক দুর্ঘটনাও ঘটছে এই বেআইনি যানবাহনের জন্য। প্রাণ যাচ্ছে অনেকের। শুধু তাই নয়, জাতীয় ও রাজ্য সড়কে এই তিনচাকা যান চলাচলের দরুন পণ্যবাহী গাড়ির গতিও শ্লথ হচ্ছে। ফলে ক্ষতি হচ্ছে পণ্য পরিবহণেও। তাই এবার জাতীয় ও রাজ্য় সড়কে টোটো, অটো বা রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা জারি করল পরিবহণ দপ্তর। বদলে স্থানীয় পুরসভা, পঞ্চায়েতগুলিকে বৈঠক করে টোটো-অটোর রুট ঠিক করতে বলা হয়েছে।
পুলিশকেও নজর রাখতে বলা হয়েছে, যাতে নির্দিষ্ট রুটের বাইরে যাতে অটো-টোটো চলাচল না করে। তবে কোন রুটে অটো-টোটো চলবে তা বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করেই ঠিক করতে হবে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.