Advertisement
Advertisement
Kolkata Medical College

সেরার সেরা বাংলা! সার্জারির প্রবেশিকায় শীর্ষে অমর্ত্য

কলকাতা মেডিক্যাল কলেজের সদ্য ডাক্তার অমর্ত্যর সাফল্যে গর্বিত বাংলা।

Bandel young man Amartya Sengupta tops NEET PG exam। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 30, 2021 11:42 am
  • Updated:September 30, 2021 11:50 am   

স্টাফ রিপোর্টার: আবার শ্রেষ্ঠত্বের শিরোপা বাংলার মাথায়। সেরার সেরা কলকাতা মেডিক্যাল কলেজের (Kolkata Medical College) সদ্য ডাক্তার অমর্ত্য সেনগুপ্ত। সার্জারিতে ভরতির সর্বভারতীয় পরীক্ষায় (নিট পিজি) (NEET PG) প্রথম স্থান অর্জন করে যিনি ইতিহাস গড়েছেন।

Advertisement

এবার ওই পরীক্ষায় বসেছিলেন প্রায় পৌনে দু’লক্ষ ডাক্তার। তাঁদের মধ্যে সার্জারিতে প্রথম স্থানাধিকারী অমর্ত্য এমএস করতে যোগ দিয়েছেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (AIIMS)। বস্তুত বাঙালিদের মধ্যে এই সাফল্যের প্রথম দাবিদার তিনিই। কলকাতা থেকে ফোন পেয়ে তাঁর প্রতিক্রিয়া, “ডাক্তার হওয়ার স্বপ্ন বরাবর ছিল। এখন তো আমি পুরোদস্তুর ডাক্তার। এখন রাউন্ডে আছি।”

[আরও পড়ুন: ভোটের আগের রাতে ইন্দ্রনীল সেনের বাড়িতে গানের আসরে মমতা বন্দ্যোপাধ্যায়]

অমর্ত্যর বাড়ি ব্যান্ডেলে। বাবা আইনজীবী, জেঠু চিকিৎসক, মা গৃহবধূ। মায়ের জন্যই ডাক্তার হওয়া। মায়ের স্বপ্ন পূরণ করতে পারাটাই তাঁর কাছে সবচেয়ে বড় সাফল্য বলে জানিয়েছেন অমর্ত্য।

মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল মঞ্জু বন্দ্যোপাধ্যায়ের কথায়, “করোনা আবহে রোগীর চিকিৎসার সঙ্গে পরীক্ষার প্রস্তুতি, দুটোই ও সমানভাবে করেছে। পরিশ্রমের ফল পেয়েছে। অমর্ত্যর জন্য আমরা গর্বিত।”

[আরও পড়ুন: ৩ কেন্দ্রের ভোট Live Update: সামসেরগঞ্জে তৃণমূল কর্মীর বাড়িতে ‘হামলা’, কাঠগড়ায় কংগ্রেস]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ