Advertisement
Advertisement

Breaking News

Dum Dum airport

ভুয়ো ভারতীয় পাসপোর্টে জার্মানি যাওয়ার ছক! দমদম বিমানবন্দরে গ্রেপ্তার বাংলাদেশি

আজই ধৃতকে বারাকপুর আদালতে পেশ করা হবে।

Bangladeshi arrested at Dum Dum airport
Published by: Subhankar Patra
  • Posted:August 8, 2025 12:46 pm
  • Updated:August 8, 2025 12:46 pm   

বিধান নস্কর, বিধাননগর: ফের বাংলাদেশি গ্রেপ্তার। এবার বিমানবন্দরে। ভুয়ো ভারতীয় পাসপোর্ট দেখিয়ে জার্মানি যাওয়ার সময় গ্রেপ্তার ওপার বাংলার বাসিন্দা। তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। আজই ধৃতকে বারাকপুর আদালতে পেশ করা হবে।

Advertisement

ধৃতের নাম সৌমিক বড়ুয়া (বাংলাদেশি পাসপোর্ট হিসাবে)। দমদম বিমানবন্দর থেকে জার্মানি যাওয়ার বিমানে ওঠার সময় স্বাভাবিকভাবেই ইমিগ্রেশন চেকিং করা হয়। ধৃত যে ভারতীয় পাসপোর্ট দেখান সেখানে তার নাম রয়েছে বিভাস রায়। সেই সময় সৌমিকের বাংলাদেশি পাসপোর্টের খোঁজ পান আধিকারিকরা। দু’টি পাসপোর্টের ছবিও মিলে যায়। তাতেই সন্দেহ হয়। আটকে দেওয়া হয় বাংলাদেশিকে। খবর যায় আধিকারিকদের কাছে। আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন বিমানবন্দরের আধিকারিকরা। সন্তোষজনক উত্তর না পাওয়ায় এয়ারপোর্ট থানার পুলিশ বাংলাদেশিকে গ্রেপ্তার করে।

পুলিশের অনুমান, ধৃত অনেকদিন আগেই ভারতে এসেছে। সেক্ষেত্রে হয়তো বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বৈধ ভাবেই প্রবেশ করছে। কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও আর ফিরে যাননি। ভারতে থেকে কোনও জালিয়াতি চক্রের সাহায্যে ভুয়ো পরিচয় বানায়। বিভাস কাদের সাহায্যে এই জাল নথি তৈরি করলেন? তা জানতে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এদিকে কলকাতা পুলিশ জাল পাসপোর্ট কাণ্ডে তদন্ত চালাচ্ছে। মূল পান্ডা-সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তারও হয়েছে। তাদের সঙ্গে এই বাংলাদেশির কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তরকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ