Advertisement
Advertisement
South Kolkata

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে ৩৪ বছর ভারতে! দক্ষিণ কলকাতায় আটক বাংলাদেশি

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে ভারতে থাকার অভিযোগ।

Bangladeshi man Detained in South Kolkata

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:June 20, 2025 2:20 pm
  • Updated:June 20, 2025 2:27 pm   

অর্ণব আইচ: ফের কলকাতায় বাংলাদেশি অনুপ্রবেশকারীর হদিশ! দুই যুগের বেশি সময় ধরে আত্মপরিচয় লুকিয়ে ভারতে থাকার অভিযোগ। এদেশে ভোটার কার্ড, রেশনকার্ডও তিনি বানিয়েছেন। যা ভুয়ো। ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হলে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন অনুপ্রবেশকারীকে আটক করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম নূপুর চক্রবর্তী। তিনি ঢাকুরিয়া মহারাজা ঠাকুর রোডের দীর্ঘদিন ধরে আত্মপরিচয় গোপন করে থাকেন। ওই অনুপ্রবেশকারী ১৯৯১ সালে বাংলাদেশ থেকে ভারতে আসে। বাংলাদেশ থেকে এ দেশে আসার জন্য তাঁর কাছে প্রয়োজনীয় পাসপোর্ট ও ভিসা ছিল না। অবৈধ ভাবে ঢোকেন। তারপর কেটেছে প্রায় ৩৪ বছর। ভারতেই থেকেই গিয়েছেন ধৃত। ফরেনার্স রিওজিওনাল রেজিস্ট্রেশন অফিসের তরফে দক্ষিণ কলকাতার ভবানীপুর থানায় একটি অভিযোগ জানানো হয়। তার ভিত্তিতে অনুসন্ধান চলে। আটক করা হয়, নূপুর চক্রবর্তীকে। তদন্তে নেমেছে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন।

ওই ব্যক্তি কোন এলাকা থেকে ভারতে ঢোকেন? কাঁদের সাহায্যে ভারতীয় ভূ-খণ্ডে প্রবেশ করে? তারপর বছরের পর বছর কী করে আত্মপরিচয় গোপন করে থাকলেন? এই দীর্ঘসময় তিনি বাংলাদেশে কারও সঙ্গে যোগাযোগ করেছিলেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি তিনি কোথা থেকে কাঁদের সাহায্য নিয়ে ভুয়ো পরিচয় বানিয়ে থাকছিলেন তা জানার চেষ্টা চলছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ