Advertisement
Advertisement
Bansdroni

উপরের ফ্ল্যাট থেকে দিনভর হাতুড়ির শব্দ, বলতেই গালিগালাজ-হামলা! শোরগোল বাঁশদ্রোণীতে

গ্রেপ্তার ১।

Bansdroni couple faces harassment by neighbour
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 9, 2025 8:06 pm
  • Updated:September 9, 2025 8:06 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপরের ফ্ল্যাটে মেরামতির কাজের জন্য লাগাতার হাতু়ড়ির শব্দ! তাতে অসুস্থ খুদের সমস্যার কথা জানাতেই হেনস্তার শিকার দম্পতি। প্রতিবাদ করে আক্রান্ত ক্লাব ও আবাসনের অন্যান্য বাসিন্দারাও। সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে গোটা বিষয়টা তুলে ধরেন বাঁশদ্রোণীর এক বাসিন্দারা। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে একটি আবাসনে থাকেন আবীর সরকার ও কিঙ্কিনি সেনগুপ্ত। দম্পতির এক সন্তান রয়েছে, সে অসুস্থ। ভিডিও বার্তায় কিঙ্কিনি সেনগুপ্ত দাবি করেন, তাঁর উপরের তলার ফ্ল্যাটে বেশ কিছুদিন ধরেই কাজ চলছে। সোমবার দিনভর হাতুড়ির শব্দ মেলে। যার জেরে তাঁর অসুস্থ সন্তান ভয়ে কেঁপে কেঁপে উঠছিল। একপর্যায়ে উপরে কথা বলতে যান আবীর। দেখেন, শ্রমিকরা কাজ করছেন। মালিকরা নেই। এরপরই আবাসনের গ্রুপে বিষয়টা জানান ওই দম্পতি। অভিযোগ, এরপরই উপরের ফ্ল্যাটের মালিক অনিন্দ্য সরকার ও তাঁর স্ত্রী তাঁদের গ্রুপেই অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

বিষয়টার প্রতিবাদ করেন প্রতিবেশী ও স্থানীয় ক্লাবের কয়েকজন। সোশাল মিডিয়া পোস্টে কিঙ্কিনি দাবি করেছেন, প্রতিবাদ করে আক্রান্ত হন বেশ কয়েকজন। পরবর্তীতে রাতে থানায় এফআইআর হলে গ্রেপ্তার করা হয়েছে অনিন্দ্যকে। তবে এখনও আতঙ্কে কাঁটা ওই দম্পতি। ধৃত বাড়ি ফিরলেই নতুন অশান্তির আশঙ্কায় তাঁরা।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ