Advertisement
Advertisement
Bansdroni Incident

সম্পর্কে সন্দেহ? স্ত্রীকে তাড়া করে বাঁশদ্রোণীর রাস্তায় এলোপাথারি ছুরির কোপ স্বামীর!

অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।

Banshdroni Incident: Husband chases wife and randomly stabs her with a knife on streets

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:August 27, 2025 12:43 pm
  • Updated:August 27, 2025 3:23 pm  

অর্ণব আইচ: রাস্তায় ছুটছেন এক মহিলা। তাঁর পিছনে ধারালো ছুরি হাতে এক ব্যক্তি! কিছু সময়ের মধ্যেই ওই মহিলাকে ধরে ফেলে পরপর কোপ! সাতসকালে হাড়হিম করা ঘটনা দেখা গেল দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

জানা গিয়েছে, সীমা নস্কর ও হরিপদ নস্কর সম্পর্কে স্বামী-স্ত্রী। বাঁশদ্রোণী এলাকাতেই তাঁদের বাড়ি। সীমা নস্কর এলাকায় পরিচারিকার কাজ করেন। বেশ কিছুদিন ধরেই স্ত্রীকে একাধিক বিষয়ে স্বামী সন্দেহ করছিল বলে অভিযোগ। স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে, সেই বিষয়েও সন্দেহ চলত বলে অভিযোগ। সেই নিয়ে দু’জনের মধ্যে প্রবল অশান্তিও হচ্ছিল। আজ, বুধবার সকালে বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়েছিল। সেসময় হরিপদ নস্কর ঘরের ভিতরেই ধারালো ছুরি দিয়ে সীমাকে আঘাতের চেষ্টা করেন বলে অভিযোগ। কোনওক্রমে নিজেকে বাঁচিয়ে সীমা বাড়ি থেকে বেরিয়ে পড়ে রাস্তায় ছুটতে থাকেন।

অভিযোগ, ছুরি হাতেই স্ত্রীর পিছনে তাড়া করেন হরিপদ। সকালে বাঁশদ্রোণীর রাস্তায় এই ঘটনা দেখে পথচলতি মানুষজনও হতচকিত হয়ে দাঁড়িয়ে পড়েন। কিছুদূর ধাওয়া করে স্ত্রীকে ধরে রাস্তার উপরেই ওই ছুরি দিয়ে এলোপাথারি কোপ মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়েন ওই মহিলা। আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। আক্রমণ করার পরেই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয়রাই পুলিশে খবর দেন। রক্তাক্ত ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক বলে প্রাথমিক খবর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement