সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালি অস্মিতা নিয়ে এবার তৃণমূলের পালটা কর্মসূচি নিল বিজেপিও। আর বাঙালির সেরা উৎসব – দুর্গাপুজোকেই এর জন্য বেছে নিল গেরুয়া শিবির। বাংলা ও বাঙালি আবেগে শান দিতে এবার ভিনরাজ্যের বাঙালিদের সঙ্গে জনসংযোগে জোর দেওয়ার কৌশল বঙ্গ বিজেপি নেতৃত্বের। বিভিন্ন রাজ্যে পুজো প্রস্তুতির বৈঠকে যোগ দিচ্ছেন বিজেপি নেতারা। সূত্রের খবর, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসীতে যাচ্ছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। আর শমীক ভট্টাচার্য যাবেন গুজরাটে, মোদির রাজ্যে। সেখানকার বাঙালিদের সঙ্গে পুজো নিয়ে আলোচনার পাশাপাশি বাংলা ভাষা নিয়ে সাম্প্রতিক পরিস্থিতি সংক্রান্ত বার্তাও দেবেন।
আসলে শারদোৎসবের মরশুম বিভিন্ন রাজনৈতিক দলের কাছে জনসংযোগের সেরা সময়। সেই সুযোগ হাতছাড়া করতে একেবারেই চান না কেউ। তার উপর আগামী বছর বঙ্গে বিধানসভা নির্বাচন। বিগত বেশ কয়েকটি নির্বাচনের ফলাফলে বাংলার মাটিতে তেমন একটা সুবিধা করতে পারেনি পদ্মশিবির। তাই বলে ছাব্বিশের ভোটেও হাল ছাড়তে নারাজ শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা। বরং ছাব্বিশে বাজিমাত করতে নতুন করে ‘টিম’ গড়ছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বঙ্গের সংগঠন ঢেলে সাজানোর পাশাপাশি অন্যান্য রাজ্যে বসবাসকারী বাঙালিদের সঙ্গে জনসংযোগেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে এই পরিকল্পনার নেপথ্যে রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। জানা যাচ্ছে, এই কর্মসূচির জন্য প্রত্যেক রাজ্যে স্থানীয় নেতৃত্বের একটা অংশকে নিয়ে বিশেষ দল গড়ে দেওয়া হয়েছে। তারাই শমীক, সুকান্তদের নিয়ে যাবেন স্থানীয় পুজো কমিটিগুলির কাছে।
সম্প্রতি ভিনরাজ্যে বাংলায় কথা বলা ও বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর যেভাবে লাগাতার নির্যাতনের অভিযোগ উঠেছে, তাকে ইস্যু করে রাজ্যের শাসকশিবির জোরকদমে ময়দানে নেমেছে। বিজেপি শাসিত রাজ্যগুলিকে নিশানা করে টানা কর্মসূচি চলছে তৃণমূলের। তারই পালটা দিতে বিজেপিও এভাবে কর্মসূচি সাজাচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.