সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে রোগ ছিল বড়দের, সে এখন শিশুদের শরীরেও থাবা বসাচ্ছে! সেই রোগ- শিশুদের ডায়াবেটিসের চিকিৎসার পথ বাতলে আগেই দেশের নাম কুড়িয়েছিলেন এসএসকেএম-র এন্ডোক্রিনোলজি বিশেষজ্ঞ চিকিৎসক সুজয় ঘোষ। এবার আন্তর্জাতিকস্তরেও সম্মানিত হতে চলেছেন তিনি। কলকাতার চিকিৎসককে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। অভিনন্দন জানিয়েছেন স্বাস্থ্যবিভাগকে।
Proud to share that West Bengal has won the prestigious award from International Society for Paediatric and Adolescent Diabetes for Innovation in Paediatric Diabetes Care – honoring the West Bengal model for battling the Type 1 Diabetes!
It is a groundbreaking public health…
— Mamata Banerjee (@MamataOfficial)
‘ইসপাড-২০২৫’ পুরস্কার পাচ্ছেন সুজয় ঘোষ। বিশ্বের শতাধিক চিকিৎসকের মনোনয়ন জমা পড়েছিল। তাঁদের মধ্যে বেছে নেওয়া হয়েছে বাংলার সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তারকে। তাঁর মডেলের প্রশংসায় পঞ্চমুখ আন্তর্জাতিক মঞ্চ। কী এই ‘ইসপাড’? পুরো নাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট ডায়াবিটিস। যারা সারা বছর বিশ্বজুড়ে ছোটদের ডায়াবিটিস নিয়ে কাজ করে ও করায়। তাদের মনে ধরেছে, বাঙালি চিকিৎসকের চিকিৎসার মডেল। টাইপ-১ ডায়াবিটিস প্রতিরোধ ও চিকিৎসা ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য পুরস্কার নিতে আগামী নভেম্বরে কানাডার মন্ট্রিলে যাবেন সুজয়।
বড়দের ডায়াবেটিস ক্লিনিক ছিলই। কিন্তু শিশুদের? সেকথা মাথায় রেখে পরীক্ষামূলকভাবে এসএসকেএমে জুভেনাইল ডায়াবিটিস ক্লিনিক চালু করেছিলেন সুজয়। চূড়ান্ত সাফল্যে মিলতেই গোটা রাজ্যে ধীরে ধীরে তা সম্প্রসারণ হয়। গতবছর রাজ্যের এই পাইলট প্রজেক্টকে স্বীকৃতি দেয় কেন্দ্র সরকারও। গোটা দেশে জুভেনাইল ডায়াবিটিস ক্লিনিক চালুর সিদ্ধান্ত নেয়। সর্বভারতীয়স্তরের পর এবার বিশ্বজয়ের পালা বাঙালি চিকিৎসকের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.