Advertisement
Advertisement
Kolkata

কলকাতার পুজো মণ্ডপে বাংলায় কথা বলায় ‘বাংলাদেশি তকমা’! ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক

বাংলা এবং বাঙালি ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি।

Bengali man allegedly called Bangladeshi in Kolkata Durga Pujo pandal
Published by: Kousik Sinha
  • Posted:October 2, 2025 3:12 pm
  • Updated:October 2, 2025 3:36 pm   

রমেন দাস: সাম্প্রতিক সময়ে বিজেপিশাসিত একাধিক রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে বারবার। সেই ইস্যুতে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে বাংলার শাসকদল তৃণমূল। এর মধ্যেই এবার খাস কলকাতা শহরে বাংলায় কথা বলায় এক যুবককে বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ উঠল। সম্প্রতি সোশাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। দাবি, ভাইরাল ভিডিওটি কলকাতার ম্যাডক্স স্কোয়ারের। শহরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো প্রাঙ্গনেই নাকি ঘটেছে এমন ন্যক্কারজনক ঘটনা।

Advertisement

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, হিন্দিভাষী এক যুবকের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে গণ্ডগোল হচ্ছে এক বাঙালি যুবকের। দেখা যায়, প্রথমে দু’জনের মধ্যে শুরু হয় বচসা। এরপরই বাঙালি ওই যুবকের উপর হাত তুলতেও দেখা যায় হিন্দিভাষী যুবককে। ছিঁড়ে দেওয়া হয় জামা। কয়েকজন সামলানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। বরং বাংলায় কথা বলার জন্য ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়া হয় ওই বাঙালি যুবককে। যা শুনে রীতিমতো চমকে যান আশপাশের মানুষজনও। খোদ বাংলায় দাঁড়িয়ে বাংলায় কথা বলার জন্য ‘বাংলাদেশি’ তকমা!

পুরো ঘটনা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাংলাপক্ষ ভিডিওটি শেয়ার করে ঘটনার তীব্র নিন্দা জানায়। বলে রাখা প্রয়োজন, বাংলা ভাষা এবং অস্মিতা নিয়ে জোর চর্চার মধ্যে গত কয়েকমাস আগে বিতর্কিত একটি পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। যেখানে বাংলা বলে কোনও ভাষা নেই বলে দাবি করেন। যা নিয়ে কম বিতর্ক হয়নি। পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এর মধ্যেই বিতর্ক অন্য মাত্রা পেল ম্যাডক্স স্কোয়ারের ভাইরাল ভিডিওকে ঘিরে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ