দিশা আলম, নিউটাউন: নিউটাউনে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক! দোকান, রেস্তরাঁ, হোটেল, তথ্যপ্রযুক্তি ভবন-সহ সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানে লাগাতে হবে বাংলায় লেখা সাইনবোর্ড! কঠোর অবস্থানের পথে নিউটাউন-কলকাতা ডেভলপমেন্ট অথরিটি (এনকেডিএ)। তবে অন্য ভাষায় লেখা সাইনবোর্ডও থাকবে, তাতে কোনও আপত্তি থাকবে না বলেই খবর।
নিউটাউনে ক্রমশ বাড়ছে বসতি সংখ্যা ৷ সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল, রেস্তোঁরা, শপিংমল, আবাসন, সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বিনোদনস্থল। এতদিন কারবারের প্রচারে শহরের এই সব ব্যবসায়িক প্রতিষ্ঠান বা সংস্থাগুলি নিজেদের ইচ্ছে মতো ভাষায় সাইনবোর্ড, হোডিং লিখত ৷ এবার সেই নিয়মের বিরাট বদল হতে চলেছে। বাঙালির ভাবাবেগকে পূর্ণমর্যাদা দিতে আজ, শুক্রবার বোর্ড মিটিংয়ে বসতে চলেছে এনকেডিএ। এই বৈঠকে নিউটাউনে বাংলা ভাষায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হবে বলেই খবর ৷
এনকেডিএ-র শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, শহরে হিন্দি, ইংরাজিতে সাইনবোর্ড লেখায় আপত্তি নেই ৷ তবে সেই বাংলায় লেখায় সাইনবোর্ড রাখতেই হবে। এনকেডিএ সূত্রে খবর, শহরে ব্যবসার নতুনভাবে ছাড়পত্র পেতে গেলে অথবা লাইসেন্স নবীকরণের ক্ষেত্রেও এই নিয়ম লাঘু হবে। ইতিমধ্যেই কলকাতা পুরসভা অধীনে এই একই নিয়ম কার্যকর হয়েছে বলে খবর ৷ এবার সেই একই পথে হাঁটছে কলকাতার আধুনিক নিউটাউন শহর প্রশাসন এনকেডিএ।
এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শহরে বড় অংশের বাসিন্দা ও ব্যবসায়ীরা। শহরের বাসিন্দাদের নিয়ে তৈরি নিউটাউন ফোরাম অ্যান্ড নিউজ সংগঠনের সম্পাদক সমীর দাস বলেন, “বাংলা আমাদের মাতৃভাষা। দেশেজুড়ে এই ভাষাকে নানাভাবে অপমান করা হচ্ছে ৷ সেই প্রেক্ষাপটে শহরের মাতৃভাষা প্রচলনে জোর দিয়ে স্থানীয় বাংলা ভাষায় সাইনবোর্ড লেখার উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি ৷”
দেশজুড়ে বাংলার অস্মিতার উপর আঘাত, বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলা বলায় শ্রমিকদের হেনস্তার অভিযোগে পথে নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বাংলার বিশিষ্টজনেরা। সেই আবহে নিউটাউন-কলকাতা ডেভলপমেন্ট অথরিটির এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.