সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটদানের আরজি জানিয়ে টুইট করায় বিতর্কে ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং সুব্রত মুখোপাধ্যায়। এই ঘটনার জল গড়িয়েছে নির্বাচন কমিশনেও। বিজেপির তোলা ভোটারদের প্রভাবিত করার অভিযোগের পালটা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম। তবে সুব্রত মুখোপাধ্যায়ের দাবি অন্যরকম। টুইটার অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে শেক্সপিয়র সরণি থানার দ্বারস্থ মন্ত্রী।
উপনির্বাচনের সকাল থেকেই ভবানীপুরের (Bhabanipur By-Election) অলিগলিতে ঘুরে বেড়িয়েছেন ফিরহাদ হাকিম। তার কিছুক্ষণের মধ্যেই টুইট করেন তিনি। উন্নয়নের স্বার্থে সকলকে ভোটদানের আরজি জানান ফিরহাদ।
Urging everyone from Bhabanipur today to step out and vote for Development, vote for Equality.
— FIRHAD HAKIM (@FirhadHakim)
তার কিছুক্ষণের মধ্যেই ভোটদানের আরজি জানিয়ে টুইট করতে দেখা যায় সুব্রত মুখোপাধ্যায়কেও।
Today is a very important day as the by-polls are are being held in 3 seats including Bhabanipur. We have to motivate voters to vote in favour of Didi and ensure that Didi wins by a huge margin.— MLA Subrata Mukherjee (@MLA_Subrata)
এই দু’টি টুইট নজর এড়ায়নি ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ জানান তিনি। দ্বারস্থ হন নির্বাচন কমিশনের। ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়কে নজরবন্দি করার অভিযোগ জানান ভবানীপুরের বিজেপি প্রার্থী। তৃণমূলের বিরুদ্ধে ওঠা বিজেপির ২৩টি অভিযোগই খারিজ করল নির্বাচন কমিশন।
প্রিয়াঙ্কার অভিযোগ খারিজ করেছেন ফিরহাদ হাকিমও। তিনি বলেন, “আমরা কোনও প্রার্থীর নাম করে টুইট করিনি। পেন-কলম আছে অভিযোগ জানাবে। চিঠি পেলে জবাব দেব। সকাল থেকে অমিত মালব্য টুইট করছেন, তাঁকে কিছু বলছেন না কেন?” সুব্রত মুখোপাধ্যায় যদিও টুইটের অভিযোগ খারিজ করেছেন। তাঁর দাবি, “আমি টুইট করতেই জানি না।” ভোটদানের আরজি জানিয়ে টুইটের নেপথ্যে বিজেপির চক্রান্তই দেখছেন মন্ত্রী। শেক্সপিয়র সরণি থানার দ্বারস্থ তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.