অর্ণব আইচ: বিভাস অধিকারীর আরও কীর্তি প্রকাশ্যে! ভুয়ো থানা খুলে প্রতারণা চক্র চালানোর অভিযোগে বীরভূমের বাসিন্দা বিভাসকে গ্রেপ্তার করে নয়ডার পুলিশ। এই সংক্রান্ত মামলার তদন্ত করছে নয়ডা থানার পুলিশ। তদন্ত নেমে বিভাসের বিরুদ্ধে একের পর এক তথ্য সামনে আসছে। জানা যাচ্ছে, কানাডার বাসিন্দা ভারতীয় এক বংশোদ্ভুতকে ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বিভাস।
প্রতারিত ওই ব্যক্তির নাম হারনিক সিং। এখন কানাডাতেই থাকেন। তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশের এক পুলিশের আধিকারিকের পরিচয় দিয়ে তাঁকে ভিডিও কলে ভয় দেখানো হয়। বলা হয়, আমেরিকার এক প্রবাসী ভারতীয়ের নামে মামলা রয়েছে পুলিশে। তাঁকে নাকি সাহায্য করেছিলেন হারনিক। ফলে তাঁর বিরুদ্ধেও মামলা করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী একটি ভুয়ো নোটিশও হারনিককে পাঠানো হয় বলে অভিযোগ। যেখানে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর দিয়ে ১৮ লাখ টাকা দিতে বলা হয়! ভয় পেয়ে সেই টাকাও দিয়ে দিয়েছিলেন হারনিক। তাৎপর্যপূর্ণভাবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ইন্দোনেশিয়ার।
কিন্তু গ্রেপ্তারের পরেই বিভাসের ছবি সামনে আসায় হারনিক বুঝতে পারেন তিনি প্রতারণার স্বীকার হয়েছেন। উত্তরপ্রদেশের ওই পুলিশ আধিকারিক আর কেউ নয়, অভিযুক্ত বিভাসই। এরপরেই নয়ডা থানায় অভিযোগ দায়ের হয়। সেই মামলার তদন্ত করছে সে রাজ্যের পুলিশ। শুধু তাই নয়, কেন ইন্দোনেশিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া হয়েছিল সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
অন্যদিকে ভুয়ো থানা খুলে প্রতারণার মামলায় আজ বেলেঘাটার ফ্ল্যাটে হানা দেন সে রাজ্যের পুলিশ। বেলেঘাটা থানার পুলিশকে সঙ্গে নিয়েই সেখানে তল্লাশি চালাতে যান তাঁরা। যদিও চাবি পাওয়া যায়নি। এরপরেই তালা ভাঙার সিদ্ধান্ত নেয় নয়ডা থানার পুলিশ। যা নিয়ে বেলেঘাটার থানার সঙ্গে নজিরবিহীন সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। জানা যাচ্ছে, শুধু বেলেঘাটা নয়, বীরভুমের নলহাটিতে বিভাসের ডেরাতেও যেতে পারেন ভিন রাজ্যের আধিকারিকরা। বলে রাখা প্রয়োজন, ভুয়ো থানা খুলে প্রতারণাই শুধু নয়, এর আগে নিয়োগ দুর্নীতিতেও নাম জড়িয়েছিল বিভাসের। একাধিক সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখেও পড়তে হয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.