Advertisement
Advertisement
BIdhannagad

বাংলায় কোটি কোটি টাকার প্রতারণা, কলকাতায় ধৃত বিহারের একদা বিজেপি-সঙ্গী রাজীব

বিহারে এনডিএ জোটের প্রার্থী রাজীবরঞ্জন কুমারকে গ্রেপ্তার করেছে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা পুলিশ।

BIdhannagad former BJP ally MLA candidate arrested for fraud

প্রতীকী ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:October 11, 2025 10:22 am
  • Updated:October 11, 2025 10:22 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় বসে কোটি কোটি টাকা জালিয়াতির জাল ছড়ানোর অভিযোগে পুলিশের জালে বিহারের একদা বিজেপি-সঙ্গী নেতা। গত সেপ্টেম্বরে সল্টলেক পূর্ব থানায় দায়ের হওয়া দু’টি পৃথক প্রতারণা মামলায় একদা বিহারের এনডিএ জোটের প্রার্থী রাজীবরঞ্জন কুমারকে গ্রেপ্তার করেছে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা পুলিশ।

Advertisement

রাজনৈতিক সূত্রের তথ্য, রাজীবরঞ্জন ২০২০ সালে বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির জোটসঙ্গী ‘ভারতীয় সবলোগ পার্টি’র প্রার্থী হিসাবে সাসারাম আসনে লড়ে হেরেছিলেন। বিগত কয়েক মাস যাবৎ তাঁর ঠিকানা ছিল সল্টলেকের এসি ব্লকের একটি বাড়ি। সেখানে ঘাঁটি গেড়ে তিনি নাকি লোক ঠকিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের কারবার খুলে বসেন বলে অভিযোগ।

বস্তুত, রাজীবের বিরুদ্ধে রুজু হওয়া মামলা দু’টির তদন্তে নেমে গোয়েন্দাদের চোখ কপালে। গত ৭ সেপ্টেম্বর দায়ের হওয়া মামলাটির অভিযোগ, সল্টলেকের বাসিন্দা তথা কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়ের কাছ থেকে সাড়ে চার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। সেই মামলায় ইতিমধ্যে অভিযুক্ত হিসাবে চিহ্নিত হয়েছেন রাজীব।

তদন্তে পুলিশ জেনেছে, সল্টলেকে সিডি ব্লকের এক কোটি টাকা মূল্যের একটি বাড়ির দলিল ও নথি জাল করে অন্যত্র বেচে দেওয়ারও অভিযোগ আছে রাজীবের বিরুদ্ধে। গত ১৪ সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলাটি দায়ের করেছেন এজে ব্লকের এক বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, বিধাননগর পূর্ব থানা এলাকায় বড়সড় এই দু’টি প্রতারণা ঘটিয়ে রাজীবরঞ্জন বিহারে গা-ঢাকা দিয়েছিলেন। বিহারে অভিযান চালিয়ে বুধবার তাঁকে পাকড়াও করেছে বিধাননগর পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ