Advertisement
Advertisement
Bidhannagar

ফরেক্স ট্রেডিংয়ের নামে প্রায় ২ কোটির প্রতারণা বিধাননগরে! গ্রেপ্তার বিহারের যুবক

ধৃতকে জেরা করে আরও তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা।

Bidhannagar businessman falls victim to fraud of nearly Rs 2 crore in the name of trading

আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ধৃতকে। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:July 27, 2025 3:02 pm
  • Updated:July 27, 2025 3:02 pm   

বিধান নস্কর, দমদম: ফরেক্স ট্রেডিং করানোর নামে ব্যবসায়ীর থেকে প্রায় ২ কোটি টাকার প্রতারণার অভিযোগ। পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন ওই ব্যবসায়ী। পুলিশ তদন্তে নেমে গ্রেপ্তার করল এক অভিযুক্তকে। ধৃতকে জেরা করে আরও তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দুর্গাপুরের ব্যবসায়ী ব্রিজেস ঘোষ বর্তমানে সল্টলেকের নারায়ণপুর এলাকার বাসিন্দা। মাসখানেক আগে তাঁর মোবাইলে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এসেছিল। ওয়ার্ক ফ্রম হোমের প্রস্তাব দেওয়া হয়েছিল সেই মেসেজে। ওই ব্যবসায়ী সেই কাজে রাজিও হয়েছিলেন। পরে ওয়ার্ক ফ্রম হোম বদলে যায় ফরেক্স ট্রেডিংয়ের প্রস্তাবে। ব্রিজেস ঘোষ নামে ওই ব্যক্তির নামে অ্যাকাউন্টও করানো হয়েছিল। তাঁকে দিয়ে একটি ভুয়ো অ্যাপ ডাউনলোড করানো হয়েছিল বলে অভিযোগ।

ওই ব্যবসায়ী জানান, প্রথম দিকে ট্রেডিংয়ে ভালো অঙ্কের টাকা ট্রানজাকশন হয়েছিল। তিনি বেশ ভালো পরিমাণ টাকা উপার্জনও করেছিলেন বলে দাবি করেন ওই ব্যবসায়ী। এরপর ওই ব্যবসায়ী ট্রেডিংয়ে উপার্জন করা টাকা অ্যাকাউন্ট থেকে তুলতে চেয়েছিলেন। তখনই প্রতারণা শুরু হয় বলে অভিযোগ। বিভিন্ন কারণ দেখিয়ে ওই ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে দফায় দফায় ১ কোটি ৭১ লক্ষ টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ।

প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওই ব্যবসায়ী জুলাই মাসের ১৭ তারিখ বিধাননগর সাইবার ত্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ বিভিন্ন সূত্র ধরে তদন্ত শুরু করে। গতকাল, শনিবার এসকে মহম্মদ নামে এক যুবককে কলকাতার একবালপুর থেকে গ্রেপ্তার করা হয়। ধৃত যুবক বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রতারণার টাকা কোথায়? এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে? সেই বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। আজ, রবিবার ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছে।

 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ