Advertisement
Advertisement
Salt lake

পানাগড়ের পুনরাবৃত্তি সল্টলেকে! বাইককে ধাওয়া চারচাকার, চাকায় পিষ্ট মোটর সাইকেল চালক

ইতিমধ্যে গাড়ির চালককে গ্রেপ্তার করেছে দক্ষিণ বিধান নগর থানার পুলিশ।

Bike driver allegedly ran over by car in Salt lake

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:March 12, 2025 6:26 pm
  • Updated:March 12, 2025 6:43 pm   

বিধান নস্কর, বিধাননগর: পানাগড় কাণ্ডের পুনরাবৃত্তি এবার সল্টলেকে! প্রথমে বাইক-চারচাকা গাড়ির চালকের মধ্যে কথা কাটাকাটি, অশান্তি। প্রাথমিকভাবে বচসা মিটেও যায়। তারপর গাড়িটি বাইক চালককে ধাওয়া করে বলে অভিযোগ। সেইসময় গাড়ির চাকায় পিষ্ট হন বাইক চালক। এই ঘটনায় ইতিমধ্যে গাড়ির চালককে গ্রেপ্তার করেছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ।

Advertisement

সপ্তাহ কয়েক আগে পানাগড়ের কাছে জাতীয় সড়কে গাড়ির ধাওয়ায় প্রাণ গিয়েছিল এক তরুণীর। এবার কার্যত সেই ঘটনার পুনরাবৃত্তি হল সল্টলেকে। জানা গিয়েছে, সল্টলেকের জিডি আইল্যান্ড থেকে এফ ই ব্লক যাওয়ার সময় চারচাকা গাড়ির মুখোমুখি হয় অ্যাপ বাইক চালক। সেই সময় দু’পক্ষের মধ্যে বচসা বাঁধে। একে অপরকে গালিগালাজ করে। তবে সেই সময় দুজনের মধ্যে সমস্যা মিটে গিয়েছিল।

এরপর অ্যাপ বাইক চালক খালের ধার ধরে ১২ নম্বর ট্যাংকের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় চারচাকা গাড়িটি বাইককে ধাওয়া করে বলে অভিযোগ। বিষয়টি দেখতে পেয়ে বাইক চালক দ্রুত গতিতে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। কিন্তু রাস্তা খারাপ হওয়ার জন্য বাইক থেকে পড়ে যান তিনি। অভিযোগ, সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়ির চাকায় পিষ্ট হন বাইক চালক।

এলাকাটি জনবহুল হওয়ায় স্থানীয়রা তৎক্ষণাৎ ছুটে এসে গাড়ির চালক পীযূশ আগরওয়ালকে ঘিরে ধরে মারধর করে। বাইক চালক আয়াজ হোসেনকে চিকিৎসার জন্য প্রথমে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে নীলরতন সরকার মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মৃত্যু হয় বরানগরের বাসিন্দা বাইক চালকের। এদিকে এফই ব্লকের বাসিন্দা গাড়িচালক পীযূষ আগরওয়ালকে গ্রেপ্তার করে দক্ষিণ বিধান নগর থানার পুলিশ। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে বিধাননগর আদালতে পেশ করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ