অর্ণব আইচ: মা উড়ালপুলে মর্মান্তিক দুর্ঘটনা। বাইক দুর্ঘটনায় মারা গেলেন আরোহী এক যুবক। ঘটনার পর রাস্তাতেই ৪০ মিনিট ধরে পড়ে রইল মৃতদেহ। পরে সেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। বুধবার ভোরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কেন মৃতদেহ এতক্ষণ রাস্তায় পড়ে রইল? সেই প্রশ্নও উঠেছে।
জানা গিয়েছে, এদিন ভোরবেলা পার্ক সার্কাসের মা উড়ালপুলের উপর দিয়ে যাচ্ছিলেন এক বাইক আরোহী। পার্ক সার্কাসের দিক থেকে সায়েন্স সিটি যাওয়ার রাস্তায় বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। ছিটকে পড়ে যান ওই আরোহী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশের প্রাথমিক অনুমান, উড়ালপুলের উপর দিয়ে দ্রুতগতিতে ওই বাইক চালানো হচ্ছিল। সম্ভবত তিনি মোবাইল ফোনে কথা বলতে বলতে বাইক চালাচ্ছিলেন। তাঁর মাথায় হেলমেটও ছিল না। সে সময়ই বাইকের চাকা পিছলে যায়। গতি এতটাই বেশি ছিল যে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০০ মিটার দূরে বাইকটি ছিটকে যায়।
বিকট আওয়াজ শুনে স্থানীয়রা সেখানে ছুটে যান। খবর দেওয়া হয় পুলিশেও। অভিযোগ, দুর্ঘটনার পর ৪০ মিনিট রাস্তাতেই মৃতদেহ পড়েছিল। রাস্তা দিয়ে পাশ কাটিয়ে গাড়ি চলাচল করতে থাকে। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কেন এতক্ষণ মৃতদেহ এভাবে সেখানে পড়েছিল? সেই প্রশ্ন উঠেছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.