Advertisement
Advertisement
BJP

বাঙালি হওয়া হচ্ছে না বিজেপির! উত্তর কলকাতা জেলা কমিটিতে সিংহভাগই অবাঙালি

বনেদি পাড়ায় বিজেপির হাল দেখে তৃণমূল হাসতে শুরু করেছে।

BJP announces north Kolkata District committee
Published by: Subhajit Mandal
  • Posted:August 26, 2025 4:40 pm
  • Updated:August 26, 2025 9:34 pm   

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: মুখেই শুধু রামনাম ছেড়ে দুর্গানাম জপ। কার্যক্ষেত্রে বাঙালি হওয়া হল না শমীক ভট্টাচার্যের নেতৃত্বাধীন বঙ্গ বিজেপির। অন্তত উত্তর কলকাতা জেলা বিজেপিতে প্রাধান্য থেকে গেল সেই অবাঙালিদেরই। বিজেপির তরফে উত্তর কলকাতার যে জেলা কমিটি গঠন করা হয়েছে, তাতে ৯১ জন সদস্যের মধ্যে ৬৮ জনই অবাঙালি।

Advertisement

একটা সময় বিজেপিকে শুধুই বড় বাজার কেন্দ্রিক কমিটি দল বলা হত। নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর অবশ্য সেই বদনাম ঘুচেছিল। কিন্তু উত্তর কলকাতার জেলা কমিটিতে সেই বড়বাজারেরই প্রাধান্য। বাঙালি বনেদি এলাকা বলে পরিচিত উত্তর কলকাতা। বিজেপির এই সাংগঠনিক জেলায় ৬০টা ওয়ার্ডের মধ্যে ৪৮টাই বাঙালি অধ্যুষিত।

তমোঘ্ন ঘোষের নেতৃত্বে জেলা কমিটি গঠিত হলেও তাতে অবাঙালির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। কার্যকরী কমিটির ৯১ জনের মধ্যে ৬৮ জন অবাঙালি। আবার পদাধিকারী ২৬ জনের মধ্যে ১৬ জন অবাঙালি। কিষাণ ঝাঁওয়ারের লোকজন কমিটিতে আছে। যে অংশ তাপস রায়ের বিরোধিতা করেছিল লোকসভা ভোটে সেই অংশের লোকজনকে কমিটিতে রেখেছেন তমোঘ্ন। কমিটিতে জোড়াসাঁকো আর শ্যামপুকুর এর লোকই বেশি।

যে জেলা কমিটির অন্তর্ভুক্ত ৬০ ওয়ার্ডের মধ্যে ৪৮ ওয়ার্ড বাঙালি এলাকা, সেখানে এমন অবাঙালি জেলা কমিটি কেন? দলের মধ্যে প্রশ্ন উঠছে। মঙ্গলবার সকালে এই জেলা কমিটির নামের তালিকা প্রকাশ হতেই বনেদি পাড়ায় বিজেপির এমন হাল দেখে তৃণমূল হাসতে শুরু করেছে। বিজেপি পুরনো উত্তর কলকাতার নেতাদের মতে দলে অবাঙালি না নিলে বিজেপি- সেটা প্রমান করা যায় না। তাই দলের এই হাল। এই ঘটনার প্রতিবাদে একজন ইতিমধ্যেই নতুন কমিটি থেকে পদত্যাগ করেছে ।‌

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ