বিধান ভবনে ভাঙচুর
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিহারে ভোটার অধিকার যাত্রা থেকে কংগ্রেস কর্মীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর মা-কে যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ। সেই ঘটনার প্রতিবাদে কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে তাণ্ডব একদল বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপি নেতা রাকেশ সিংয়ের নেতৃত্বে ভবনের বাইরে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছবি-সহ একাধিক ব্যানার, পোস্টারও ছেড়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার কংগ্রেসের দপ্তরে বিজেপির পতাকা হাতে হামলা চালায় কর্মীরা। আগুন লাগিয়ে দেওয়া হয় কংগ্রেসের পতাকায়। রাহুল গান্ধীর পোস্টারে কালি ছেটানো হয়। দপ্তরে থাকা ব্যানার পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। রাকেশ সিংয়ের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছে কংগ্রেস।
এই ঘটনার পরই রাজ্য বিজেপির সভাপতিকে খোলা চিঠি লিখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি লিখেন, ‘আজ সকালে প্রদেশ কংগ্রেসের কার্যালয় খোলা ছিল না। চোর-কাপুরুষের মতো অতর্কিতে ‘বিধান ভবন’- ঢুকে আপনার দলের সমাজবিরোধী কর্মী ও নেতারা যেভাবে কংগ্রেস নেতৃত্বের ছবি নষ্ট করেছে। এবং কংগ্রেসের সম্পত্তি বিনষ্ট করেছে সে বিষয়ে আপনার সুস্পষ্ট ব্যাখ্যার অপেক্ষায় থাকলাম আমরা।’ তিনি আরও যোগ করেছেন, ‘এরপরেও যদি রাকেশ সিংয়ের বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা না নেয়, পুলিশ তাকে গ্রেপ্তার না করে তবে রাজ্যজুড়ে কংগ্রেস কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ কোন পর্যায়ে যাবে, তা আমাদের জানা নেই।’
অন্যদিকে, এই ঘটনা নিয়ে হুমকি দিয়েছেন মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি মানস সরকার। তিনি বলেন, “দম থাকলে সামনে এসে করুক। নেতৃত্বের কেউ যখন প্রদেশ কংগ্রেস দপ্তরে নেই, তখন কাপুরুষের মতো এসে এই ঘটনা ঘটিয়েছে রাকেশ সিং। আবারও বলছি দম থাকলে সামনে এসে করুক। ফিরে যেতে দেব না।” স্বাভাবিকভাবেই এই ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.