Advertisement
Advertisement
BJP

নারী সুরক্ষায় বিধাননগরে বিজেপির ‘অপারেশন লালমরিচ’, উত্তরপ্রদেশ-ওড়িশার জবাব দেবে কে?

বিজেপি যুব মোর্চা সদস্যরা পথচারী মহিলাদের হাতে তুলে দেন লঙ্কাগুঁড়োর প্যাকেট ও স্প্রে।

BJP distributes pepper spray to the women in Bidhannagar area
Published by: Sucheta Sengupta
  • Posted:October 14, 2025 1:10 pm
  • Updated:October 14, 2025 1:14 pm   

বিধান নস্কর ও ফারুক আলম: দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর গণধর্ষণের অভিযোগ নিয়ে ফের সরগরম গোটা রাজ্য। বিরোধীরা ফের এই ইস্যুকে হাতিয়ার করে পথে নেমেছেন। মঙ্গলবার এনিয়ে বিধাননগর এলাকায় বিশেষ কর্মসূচি গ্রহণ করল বিজেপি যুব মোর্চা। নারী সুরক্ষায় তাঁদের কর্মসূচি ‘অপারেশন লালমরিচ’। পথচারী মহিলাদের বিতরণ করা হল পেপার স্প্রে ও লঙ্কাগুঁড়োর প্যাকেট। জেলা বিজেপি সম্পাদক মলি পালের নেতৃত্বে পোস্টার হাতে নিয়ে বিক্ষোভও দেখালেন বিজেপি যুব মোর্চার সদস্যরা

Advertisement

রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে বরাবর নানা অভিযোগ তুলেছে বিরোধী শিবিরগুলি। মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারা কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন তোলা হয় বারবার। এবার দুর্গাপুরের ঘটনার পর সেসব অভিযোগ আরও উসকে তুলেছেন বিরোধীরা। পথেঘাটে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে তাই তারা ‘অপারেশন লালমরিচ’ করতে নেমেছে। এদিন বিধাননগরের রাস্তায় বেরনো মহিলাদের হাতে বিজেপি যুব মোর্চার সদস্যরা তুলে দিলেন লঙ্কার গুঁড়ো ও স্প্রে।

বিজেপি যুব মোর্চার নেতৃত্বে বিধাননগরে ‘অপারেশন লালমরিচ’। নিজস্ব ছবি।

এনিয়ে জেলা বিজেপি সম্পাদক মলি পালের বক্তব্য, ”মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে এসব কী ঘটছে? তাহলে কি আমরা, মেয়েরা কাজ করতে রাতে বেরব না? তাই আমরা নিরাপত্তার স্বার্থে রাস্তায় বেরনো মহিলাদের হাতে এই স্প্রে তুলে দিচ্ছি। যাতে যে কোনও হামলা থেকে সুরক্ষিত থাকতে পারেন তাঁরা।”

বিজেপির এই কর্মসূচির প্রশংসা করেছেন পথচলতি মানুষজন। তবে প্রশ্ন উঠছেই। উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে নারী নিরাপত্তার বেহাল দশা অজানা নয় কারও। পাশের রাজ্য ওড়িশায় ধর্ষণের শিকার হওয়া তরুণীরা রাস্তায় আগুনে আত্মাহুতি দেন। ত্রিপুরায় ১৪ মাসের শিশুর উপরও যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসে। এই সবই বিজেপি শাসিত রাজ্য। তাই প্রশ্ন ওঠে, এসবের দায় কার? এ রাজ্যে কোনও ঘটনা ঘটলে গেরুয়া শিবিরের সদস্যরা রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে পথে নামে, অথচ বিজেপি শাসিত রাজ্যের এসব ঘটনা নিয়ে কেন মুখে কুলুপ বঙ্গ বিজেপি নেতাদের?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ