রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রবিবার স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) পরিচালনায় নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য প্রথম দফার পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার যাবতীয় আয়োজন সারা। কাল প্রথম দফার পরীক্ষা। এসএসসি-র মাধ্যমে একসঙ্গে মোট ৩৫ হাজার ৭২৬ শিক্ষক নিয়োগ করবে রাজ্য। কিন্তু বিজেপি-সহ নানা মহলের তরফে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে বিঘ্নিত করতে পরীক্ষা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা অব্যাহত। বিজেপির এই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টার পালটা জবাবও দিয়েছে তৃণমূল।
১৪ লক্ষ টাকা দিলে নাকি পরীক্ষার আগেই মিলবে গোটা প্রশ্নপত্র আর তাতেই আস্ত একটা চাকরি! এসএলএসটি পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর সেই পরীক্ষার দুদিন আগে পাইয়ে দেওয়ার গুজব ফেসবুকে পোস্ট করে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এক বিজেপি কর্মী। বিভ্রান্তি ছড়ানোর পরিকল্পনা ফাঁস হয়ে গিয়েছে।
পালটা বিজেপিকে একহাত নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ‘‘রাম-বাম-কং যখন জানতে পেরেছে নতুনভাবে পরীক্ষা হবে, তখনই জটিলতা তৈরি করতে নেমে পড়েছে।’’
এসএসসি পরীক্ষা নিয়ে বিভ্রান্তি ছড়াতে বিজেপির কুৎসার রাজনীতির খামতি নেই। শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে এসএসসি ইস্যুতে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘‘পশ্চিমবঙ্গের মানুষ এটা উপলব্ধি করেছেন যে এই সরকারের আমলে, তত্ত্বাবধানে মেধার মর্যাদা দিয়ে কোনও স্বচ্ছ নিয়োগ সম্ভব নয়। পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ কলুষিত করে দিয়েছে তৃণমূল সরকার।’’
পালটা কুণাল বলেন, ‘‘নতুনভাবে পরীক্ষা হবে জেনেই সিপিএম-বিজেপি-কংগ্রেস জটিলতা সৃষ্টি করতে চাইছে। যেখানে ৩৫ হাজার ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে সেখানে তারা ডিস্টার্ব করছে। ভালো মনে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দিতে দিন। যখন তারা (বিরোধীরা) দেখছে স্বচ্ছভাবে পরীক্ষা হতে চলেছে, এতগুলো ছেলেমেয়ে চাকরি পাবে, সঙ্গে সঙ্গে তাদের অসুবিধা শুরু হয়ে গিয়েছে। তবে এসব করে কিছু লাভ হবে না।’’
Wishing all candidates the very best for tomorrow’s Assistant Teacher (Class IX–X) Selection Test, conducted by the West Bengal Central School Service Commission where more than 3 lakh 19 thousand candidates will appear.
Entire administration is always with you to ensure the…
— Bratya Basu (@basu_bratya)
প্রসঙ্গত, এসএসসি পরীক্ষা নিয়ে রাজনৈতিক আক্রমণ, প্রতি আক্রমণে কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দুদিন ধরে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে বলে অভিযোগ তুলছিলেন। বসিরহাট থেকে এই সংক্রান্ত একটি অডিও তাঁর কাছে এসেছে বলেও দাবি করেছেন তিনি। যদিও সেই অডিওতে কী আছে, তা প্রকাশ করছেন না। শুভেন্দুর প্রশ্ন ফাঁসের অভিযোগ উড়িয়ে দিয়েছে এসএসসি। কুণালও এ ব্যাপারে বলেছিলেন, ‘‘এরা মানুষ! যাতে চাকরি না পান, সেই চেষ্টা করে যাচ্ছে। কেন বিভ্রান্ত করছেন?’’ পাশাপাশি বাম জমানায় হোলটাইমারদের বাড়ি বাড়ি চাকরি বা বিজেপিশাসিত মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারির কথাও মনে করিয়ে দেন তিনি।
অন্যদিকে, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিরোধী দলনেতার অভিযোগ নিয়ে পাল্টা তাঁকে নিশানা করে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, ‘‘বিরোধী দলনেতা তো বলেই চলেছেন যে প্রশ্ন বিক্রি হচ্ছে এবং তিনি নির্দিষ্টভাবে জানেন। তাহলে শুভেন্দুকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না।’’ এসএসসি পরীক্ষার্থীদের এদিন শুভেচ্ছাও জানিয়েছেন সুজন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.