সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক ধরে একের পর এক টুইট করেছেন। রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে উগরে দিয়েছেন ক্ষোভ। তা নিয়ে অস্বস্তিতে পদ্ম শিবির। তারই মাঝে শনিবার সকালে আরও একবার বোমা ফাটালেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। বিদায় জানিয়ে টুইট করলেন তিনি। তবে কি এবার সত্যিই বিজেপি ছাড়ছেন নাকি দল সম্পর্কে টুইট করা থেকে বিরত থাকবেন, তাঁর টুইট ঘিরে তুঙ্গে জল্পনা।
শনিবার সকালে পরপর তিনটি টুইট করেন তথাগত রায়। প্রথম টুইটে আর একবার রাজ্য নেতাদের বিরুদ্ধে সুর চড়ান। তবে গত কয়েকদিনের টুইটে যেভাবে নারী, অর্থের লোভ নিয়ে তোপ দেগেছিলেন তথাগত, তার অপেক্ষায় এদিনের টুইটের খোঁচা তেমন কিছুই নয়। তবে শেষ লাইনটি ঘিরে রাজনৈতিক মহলে জোর শোরগোল। বর্ষীয়ান বিজেপি নেতা লেখেন, “আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি!” প্রশ্ন উঠছে, তবে কি বিজেপি ছাড়ছেন তিনি? নাকি টুইট করবেন না বর্ষীয়ান নেতা? যদিও এ জল্পনা জিইয়ে রেখেছেন তথাগত রায়। কারণ, টুইট ছাড়া কিছুই বলবেন না বলেই দাবি করেন তিনি।
কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য
আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম।
এবার ফলেন পরিচীয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব।
আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি !— Tathagata Roy (@tathagata2)
শুক্রবারও বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে কেন্দ্র। সে প্রসঙ্গে যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তের প্রশংসাই করেন বর্ষীয়ান বিজেপি নেতা।
মোদীজি গতকাল বক্তৃতায় কৃষি আইন খারিজ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তাই নিয়ে কলকাতার চটিচাটা সংবাদমাধ্যম আহ্লাদে আটখানা। সমর্থকরা কিঞ্চিৎ আশাহত।
পুরোনো একটি প্রবাদ উদ্ধৃত করে বলতে হচ্ছে, পিকচার অভি বাকি হ্যায়, দোস্ত ! মাননীয়া কালকেই প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন না।— Tathagata Roy (@tathagata2)
তৃতীয় টুইটে সলিল চৌধুরীর গানের কলি উল্লেখ করেন তিনি। বাংলার ‘চাকা ঘোরা’ নিয়ে সংশয় প্রকাশ করেন বর্ষীয়ান বিজেপি নেতা।
সলিল চৌধুরীর জন্মদিন উপলক্ষ্যে একটি টিভি চ্যানেলে এক গায়ক তাঁর একটি পুরোনো গান গাইছিলেন, যার কথা, “চাকা ঘুরবে না….ধোঁয়া উড়বে না …হরতাল…হরতাল”!
আহা, পশ্চিমবঙ্গের জন্য কি উপযুক্ত গান !
ঝাল আন্ডা কি জয় !— Tathagata Roy (@tathagata2)
তথাগত রায়ের বিস্ফোরক টুইটকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর শোরগোল। বর্ষীয়ান বিজেপি নেতাকে কটাক্ষ করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
বাংলার রাজনৈতিক বিনোদন জগতে এ এক অপূরণীয় সাময়িক ক্ষতি।
তিনি যে দক্ষতায় দর্শককে হাসাতেন, তাঁর অবদান মানুষ মনে রাখবেন।
পাগলা দাশুর নাটকে ‘আবার সে এসেছে ফিরিয়া’-র মত সংলাপের অপেক্ষায় থাকব।
তবে কামিনী অংশ বাদ দিলেও কাঞ্চন অংশে সিবিআই, ইডির তদন্তের দাবি থাকলই।— Kunal Ghosh (@KunalGhoshAgain)
টুইটে এর আগেও একাধিকবার বোমা ফাটিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা। রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর সংঘাতও প্রায় স্পষ্ট। রাজনৈতিক মহলের মতে, একই দলের নেতা হওয়া সত্ত্বেও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর সম্পর্ক মোটেও সুমধুর নয়। এমনি যে তিনি দল ছাড়ছেন না, তা আগেই একটি টুইটে উল্লেখ করেছিলেন তথাগত রায়। তবে শনিবার ‘বিদায়ে’র কথা উল্লিখিত টুইট ঘিরে জল্পনা যে আরও অন্য মাত্রা পেল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তথাগত রায় পরবর্তী পদক্ষেপ কী করেন, সেদিকেই নজর সকলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.