Advertisement
Advertisement
Bidhannagar

তরুণীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরালের নামে ব্ল্যাকমেল! মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার প্রাক্তন প্রেমিক

অভিযুক্ত তরুণীর বিয়েও ভেঙে দিয়েছিলেন!

Blackmailed in name of viral intimate photos of a young woman from Bidhannagar, arrested

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:October 10, 2025 6:00 pm
  • Updated:October 10, 2025 6:00 pm   

ফারুক আলম, বিধাননগর: সোশাল মিডিয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার নাম করে ব্ল্যাকমেল! ক্রমাগত হুমকি ও টাকা চাওয়ার অভিযোগ। ওই তরুণীর বিয়েও ভেঙে গিয়েছিল প্রাক্তন প্রেমিকের জন্য! পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিল ওই তরুণী। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃত ওই যুবকের নাম উদয়। তিনি মুর্শিদাবাদের বাসিন্দা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধাননগরের লেকটাউনের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে ওই যুবকের বছর পাঁচেক প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কে থাকাকালীন বেশ কিছু জায়গায় তাঁরা দেখা করেছিলেন। দু’জনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মোবাইল ফোনে ওই যুবক তুলে রেখেছিলেন বলে অভিযোগ। পরে সেই সম্পর্ক ভেঙে যায়। ওই তরুণীর এক পাত্রের সঙ্গে বিয়েও ঠিক হয়েছিল। অভিযোগ, ওই যুবক পাত্রের বাড়িতে তরুণীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পাঠিয়ে দিয়েছিলেন। সেই ঘটনার পরে তরুণীর বিয়েও ভেঙে যায়!

শুধু তাই নয়, পরবর্তীতে ওই তরুণীকে ফোন করে হুমকি দেওয়া ও টাকা চাওয়া শুরু হয় বলে অভিযোগ। দাবি মতো টাকা না দিলে সেইসব ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়া হয়ে বলেও অভিযোগ। এরপরেই বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ বিভিন্ন সূত্র ধরে মুর্শিদাবাদ থেকে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতকে আজ, শুক্রবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ