Advertisement
Advertisement
kolkata Metro Railways

পার্কস্ট্রিট-ধর্মতলার মাঝে মেট্রোর সুড়ঙ্গে যুবকের দেহ! প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা

কীভাবে মেট্রোর সুড়ঙ্গে ঢুকলেন ওই যুবক?

Body of a youth found in track of kolkata Metro Railways

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 15, 2025 10:55 am
  • Updated:August 15, 2025 11:28 am   

নব্যেন্দু হাজরা: মধ্যরাতে পার্কস্ট্রিট ও ধর্মতলার মাঝে মেট্রোর সুড়ঙ্গে মিলল অজ্ঞাত পরিচয় যুবকের দেহ।  ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল ছড়ায় মেট্রো কর্তৃপক্ষের মধ্যে। রাতেই খবর দেওয়া হয় নিউ মার্কেট থানায়। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কিন্তু কীভাবে মেট্রোর সুড়ঙ্গে গেলেন ওই যুবক? নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। 

Advertisement

অন্য়ান্যদিনের মতোই বৃহস্পতিবার রাতে বন্ধ হয়ে যায় মেট্রো। পরপর নিয়ম অনুযায়ী লাইন পরীক্ষা নিরীক্ষা করছিলেন আধিকারিকরা। ঘড়ির কাঁটায় ২ টো বেজে ১৫ মিনিট নাগাদ রীতিমতো আঁতকে ওঠেন তাঁরা। পার্কস্ট্রিট ও ধর্মতলার মাঝে সুড়ঙ্গের ভিতরে যুবকের দেহ পড়ে থাকতে দেখেন আধিকারিকরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিউ মার্কেট থানায়। রাতেই দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের যুবকের নাম পরিচয় জানা যায়নি। তবে বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। গোটা ঘটনায় সব থেকে বড় প্রশ্ন, এত নিরাপত্তা সত্ত্বেও কীভাবে সুড়ঙ্গে নামলেন ওই যুবক? নিরাপত্তারক্ষীদের ভূমিকাও আতসকাঁচের নিচে। তদন্তকারীরা জানিয়েছেন, মৃতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ