Advertisement
Advertisement
Kolkata Police

১০ দিন নিখোঁজ, আলিপুর বডিগার্ড লাইনে চারতলায় মিলল পুলিশ কর্মীর পচাগলা দেহ

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Body of Kolkata Police constable found on bodyguard line

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:June 4, 2025 6:28 pm
  • Updated:June 4, 2025 6:46 pm   

নিরুফা খাতুন: ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন। ব্যারাক থেকে উদ্ধার হল এক পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ। দেহে ইতিমধ্যেই পচন ধরেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কলকাতার আলিপুর বডিগার্ড লাইন্সের ৪ নম্বর ব্যারাকে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই ব্যক্তি ‘আত্মঘাতী’ হয়েছেন। মৃত ব্যক্তির নাম সুখলাল মুর্মু। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই পুলিশ কর্মী তৃতীয় ব্যাটেলিয়নে নিযুক্ত ছিলেন। তাঁর বাড়ি পুরুলিয়া জেলার মানবাজারের পেদ্দা হরিপুর গ্রামে। গত ২৬ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। ২৮ তারিখ লিখিত অভিযোগও দায়ের করা হয়। বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ চলছিল। কিন্তু কোনও সন্ধান মেলেনি। এদিন দুপুরে আলিপুর বডিগার্ড লাইনের চারতলার সিঁড়ির জানলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।

ঘটনা জানাজানি হতেই অন্যান্য পুলিশ কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় আধিকারিকদেরও। দেখা যায়, চারতলার ওই সিঁড়ির জানলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ ঝুলছে। দেহের একাধিক অংশে পচন ধরেছে। তাহলে কি দিন কয়েক আগে তাঁর মৃত্যু হয়েছে? সেই প্রশ্ন উঠছে। ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর জিনিসপত্র ঘেঁটে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। দুর্ঘটনার জন্য তাঁর বাম হাতে আঘাত ছিল। সেই বিষয়ে তিনি মুষড়ে ছিলেন। সেই কথাও জানা গিয়েছে। সেই থেকেই কি তিনি এই কঠিন সিদ্ধান্ত নিলেন? সেই প্রশ্ন উঠছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এই বিষয়ে পরিষ্কার কিছু বলা যাবে না। এই কথা পুলিশ আধিকারিকদের তরফে জানানো হয়েছে। মৃতের পরিবারকে এই দুঃসংবাদ জানানো হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ