অর্ণব আইচ: কলকাতার দুই নামী স্কুলে বোমাতঙ্ক। ইমেল করে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি! ছুটি দিয়ে দেওয়া হয় স্কুল। খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছয় পুলিশ ও বম্ব স্কোয়াড। পুলিশ কুকুর নিয়ে চলে তল্লাশি। তবে কিছুই মেলেনি। কিন্তু কে বা কারা, কী উদ্দেশে এই হুমকি দিল, তা এখনও স্পষ্ট নয়।
বুধবার সকালে আনন্দপুর এবং শিয়ালদহ চত্বরের দুই স্কুলে বোমা রাখা আছে, এই মর্মে ইমেল করা হয়। বলা হয়, দুপুর দু’টোয় স্কুল উড়িয়ে দেওয়া হবে। ইমেল আসার পরই স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। খবর যায় দুই থানায়। ছুটে আসে আনন্দপুর এবং তালতলা থানার পুলিশ। আসে বম্ব স্কোয়াডেও। পুলিশ কুকুর আনা হয়। শুরু হয় তল্লাশি। কিন্তু কিছুই মেলেনি। ইমেলে উল্লেখ করা সময় পেরিয়ে গেলেও বিস্ফোরণ ঘটেনি। এরপরই তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ইমেল পাঠাল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই প্রথমবার নয়, গত এপ্রিল মাসে শহরের নামকরা স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। ইমেল পাঠিয়ে বলা হয়েছিল, স্কুলে বোমা রাখা হয়েছে। সেই সময় নববর্ষের জন্য ছুটি থাকায় স্কুলে প্রথমে সেই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়নি। কিন্তু কলকাতা পুলিশের বম্ব স্কোয়াড স্কুলগুলিতে তল্লাশি চালিয়েছিল। তবে তল্লাশিতে কোথাও বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশের দাবি ছিল, ইমেলগুলি বিদেশি আইপি অ্যাড্রেস ব্যবহার করে পাঠানো হয়েছিল। এবারের ইমেলগুলির সঙ্গে তখনকার ইমেল অ্যাড্রেসের কোনও মিল আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.