সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষার আলোয় আলোকিত হতে না পারলে প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়। আর তাই তো শহর থেকে গ্রাম, জনপদ থেকে প্রত্যন্ত অঞ্চল সর্বত্র শিক্ষা প্রসারে নিজেদের ইচ্ছেডানাকে মেলে ধরেছে বরানগরের বনহুগলি যুবক সংঘ।
প্রান্তিক জনগোষ্ঠীর ছেলেমেয়েরা যাতে দারিদ্রের কারণে শিক্ষা থেকে বঞ্চিত না থেকে যায়, সেদিকে লক্ষ্য রেখেই ‘শিক্ষার সাথে, শিক্ষার পাশে’ কর্মসূচি গ্রহণ করতে দেখা যায় এই সংস্থাকে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজকল্যাণ মূলক কাজের সঙ্গে জড়িত বনহুগলি যুবক সংঘ। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে পিছিয়ে পড়া দরিদ্র ছেলেমেয়েদের পড়াশোনায় এতদিন সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বনহুগলি যুবক সংঘের সম্পাদক শঙ্কর রাউত বছরের পর বছর ধরে সমাজকল্যাণ মূলক কাজ করে সর্বস্তরের মানুষের সমীহ আদায় করে নিয়েছেন।
সরকারের পাশাপাশি বহুগলি যুবক সংঘও শিক্ষার প্রসারে কাজ করে চলেছে নিজেদের সাধ্যমতো। উত্তর ২৪ পরগনার পর এবারে বনহুগলি যুবক সংঘ পৌঁছে গেল পুরুলিয়ায়।
সম্প্রতি পুরুলিয়ার বড়ন্তি প্রাথমিক বিদ্যালয় ও রামজীবনপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ করল তারা। এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বনহুগলি যুবক সংঘের সকল সদস্যকে সঙ্গে নিয়ে সম্পাদক শঙ্কর রাউত যে কর্তব্য পালনে এগিয়ে এসেছেন, তা সমাজের তৃণমূলস্তরকে উপরে উঠে আসতে সাহায্য করবে। সমাজের সর্বস্তরে শিক্ষার প্রসার ঘটলে তবেই সামগ্রিক উন্নয়ণ সম্ভব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.