Advertisement
Advertisement
Bratya Basu

‘৫০ হাজার কিংবা ৫১ হাজার শূন্যপদ বলে কিছু নেই’, টেট উত্তীর্ণদের আন্দোলন নিয়ে প্রশ্ন শিক্ষামন্ত্রীর

প্রাথমিকের ৫০ হাজার শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে এদিন বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।

bratya basu comment on 2022 tet protest today kolkata
Published by: Kousik Sinha
  • Posted:September 11, 2025 4:55 pm
  • Updated:September 11, 2025 5:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  “৫০ হাজার কিংবা ৫১ হাজার শূন্যপদ বলে কিছু নেই।” চাকরিপ্রার্থীদের আন্দোলন ‘অর্থহীন’ বলে মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার প্রাথমিকে ২০২২ টেট উত্তীর্ণদের বিক্ষোভে ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। বিধানসভা গেটের সামনে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। প্রাথমিকের ৫০ হাজার শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে এদিন বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।

Advertisement

যদিও এক্ষেত্রে শিক্ষামন্ত্রীর দাবি,  “এই আন্দোলনের কোনও মানে নেই। শূন্যপদ সংক্রান্ত তালিকা তৈরির কাজ চলছে। দু’একদিনের মধ্যেই তা বেরবে।” ফলে এরপরেও কেন এই আন্দোলন তা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী।

এদিন তৃণমূল ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানেই এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ”পর্ষদ সভাপতি কিছুদিন আগেই জানিয়েছেন, শূন্যপদ তৈরির কাজ চলছে। আগামী দু-একদিনের মধ্যেই তা বের হবে।” এই বিষয়ে পর্ষদ সভাপতির সঙ্গে তিনি নিজে কথা বলেছেন বলে জানান শিক্ষামন্ত্রী।

তাঁর কথায়, ”শূন্যপদ নির্দিষ্ট করে কত আছে তা বলা হয়নি। তবে শূন্যপদ ৫০ হাজার, ৫১ হাজার বলে খাইয়ে দেওয়া হচ্ছে। তা ঠিক নয়।” এক্ষেত্রে আন্দোলনকারীদের পাশে যে শিক্ষা দপ্তর রয়েছে, সেই অভয়বার্তাও শোনা যায় শিক্ষামন্ত্রীর কথায়।

তিনি বলেন, পরীক্ষার্থীদের আশ্বস্ত করব, জেলাস্তরে শূন্যপদ নির্ণয়ের কাজ শেষ। খুব শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও দেওয়া হবে।” ফলে ২০২২ এর প্রাথমিকে যারা আন্দোলন করছেন তার কোনও যুক্তি নেই বলেও এদিন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। যদিও এদিন আন্দোলনকারীরা দাবি, শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি না প্রকাশ হলে আগামিদিনে আরও বৃহৎ আন্দোলন হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement