ফাইল ছবি।
স্টাফ রিপোর্টার: পুজোর পরই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার এই সুখবর জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “রাজ্যের যুবক-যুবতীদের কাছে পুজোর আগে মুখ্যমন্ত্রীর উপহার ১৩,৪২১ চাকরি। দ্রুত নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা হবে।”
উল্লেখ্য, বৃহস্পতিবারই প্রাথমিক শিক্ষা পর্ষদ ১৩ হাজার ৪২১টি শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। সমস্ত প্রাথমিক টেট উত্তীর্ণরা এই নিয়োগের আবেদন করতে পারবেন বলে পর্ষদের তরফে জানানো হয়। কর্মরত প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
এদিন এক অনুষ্ঠান উপলক্ষে বিদ্যাসাগর আকাদেমিতে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, “এটা নিয়ে আমরা ভাবনাচিন্তা করছি। আমাদের সংগঠনগতভাবে কী করা যায় দেখছি। তার আগে নিয়ম-কানুন ও বিধি খতিয়ে দেখতে হবে।” এদিন চার গবেষক আশিস নন্দী, ভক্তি দে, অমিয়প্রসাদ সেন ও সংযুক্তা বন্দ্যোপাধ্যায়কে ‘বিদ্যাসাগর-দিনময়ী’ পুরস্কার দেওয়া হয় বিদ্যাসাগর আকাদেমির তরফ থেকে। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাদেমির সচিব অচিন চক্রবর্তী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.