Advertisement
Advertisement

Breaking News

WB College Admission

জট কাটল কলেজে ভর্তি প্রক্রিয়ার, কাল থেকেই অ্যাডমিশন পোর্টালে আবেদন, জানালেন শিক্ষামন্ত্রী

ছাত্রছাত্রীদের সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে এআই প্রযুক্তি-সহ একাধিক বিষয় পরিবর্তন এনেছে শিক্ষাবিভাগ।

Bratya Basu - WB college admission process to start from June 18
Published by: Paramita Paul
  • Posted:June 17, 2025 2:39 pm
  • Updated:June 17, 2025 4:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাটল ওবিসি সংরক্ষণ জট। আগামিকাল, বুধবার, থেকেই কেন্দ্রীয় পোর্টাল ভর্তির জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা। হাজার-হাজার পড়ুয়ার উৎকণ্ঠা কাটিয়ে আজ, মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি, ছাত্রছাত্রীদের সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে এআই প্রযুক্তি-সহ একাধিক বিষয় পরিবর্তন এনেছে শিক্ষাবিভাগ।

আদালতের নির্দেশে ওবিসি সংরক্ষণ তালিকা নিয়ে জট পেকেছিল। তা কাটানো গিয়েছে। এরপরই কলেজে ভর্তির (WB College Admission) পোর্টাল চালুর কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী (Bratya Basu)। জানালেন, ১৮ জুন সকাল ১০টা থেকে আবেদন করা যাবে। প্রথম পর্যায়ের আবেদন শেষ তারিখ ১ জুলাই।

পোর্টালে আবেদন করতে হলে প্রথমে সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন।ইউজার নেম ও পাসওয়ার্ড পেলে তারপর লগ ইন। একবারে সর্বাধিক ২৫টি কলেজে আবেদন। একাধিক বিষয়ে আবেদন করা যাবে। আবেদনের শেষদিন পর্যন্ত বিষয় বা কলেজ বদল করা যাবে। মেধা তালিকা অনুযায়ী আসন বণ্টন। সমস্ত তথ্য মিলবে পোর্টালে। এসএমএস ও ইমেলের মাধ্যমে মিলবে সমস্ত আপডেট। অ্যাডমিশন ফি দেওয়ার সময় গেটওয়ে চার্জ দেবে সরকার। প্রভিশনাল অ্যাডমিশনে সশরীরে হাজিরার দরকার নেই। শিক্ষার্থীদের সহায়তায় পোর্টালে থাকছে এআই চ্যাটবট ‘বীণা’। আবেদনের সময়সীমা পার হলে একটি নির্দিষ্ট সময়ে সবকটি কলেজের সবকটি বিষয়ে সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে। তারপর পোর্টালের মাধ্যমে টাকা জমা করে ভর্তি হওয়া যাবে কলেজে। 

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রথম দফার ভর্তি প্রক্রিয়া মিটলে তারপর কোন কলেজে কোন বিভাগে কত আসন ফাঁকা, তার তালিকা প্রকাশিত হবে। এই সময় পড়ুয়ারা চাইলে নতুন করে নিজেদের পছন্দের কলেজে, পছন্দের বিষয় নিয়ে ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে নতুন করে ভর্তির ফি আর দিতে হবে না। বরং নতুন কলেজে যতটা অতিরিক্ত ফি লাগছে সেই টাকা দিলেই চলবে। 

এ বছর উচ্চশিক্ষা বিভাগ ১৭টি সরকার-পোষিত অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ৪৬০টি কলেজে আবেদন করা যাবে। তবে স্বশাসিত কলেজ, সংখ্যালঘু কলেজ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে এই পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া যাবে না।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement