ফাইল ছবি
স্টাফ রিপোর্টার: ভোটার লিস্টে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাবা প্রখ্যাত নাট্যকার প্রয়াত বিষ্ণু বসুর নাম রয়েছে। সেই অভিযোগ তুলে ইস্যু খাড়া করার চেষ্টা বিজেপির। এবিষয়ে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে পালটা দাবি করল তৃণমূল।
১৯৯৯ সালে প্রয়াত হয়েছেন শিক্ষামন্ত্রীর বাবা ব্রাত্য বসু। কিন্তু ২০২৪-২৫ সালের ভোটার তালিকায় এখনও সেই নাম রয়ে গিয়েছে। সোমবার সল্টলেকে সংবাদ মাধ্যমের সামনে এমনই দাবি করেন বিজেপি নেতা পীযূষ কানোরিয়া। যদিও এই নিয়ে বিজেপিকে কড়া জবাব দিয়েছে তৃণমূল। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পাল্টা যুক্তি দিয়েছেন। কমিশনকে দুষে তিনি বলেন, ‘‘নাম বাদ দেওয়ার দায়িত্ব তো নির্বাচন কমিশনের বিষয়। ব্রাত্য বসুর বাবার নামে তো কেউ ভোট দিয়ে দেয়নি। আর ব্রাত্যর বাবা প্রয়াত হয়েছেন। সেই নাম নির্বাচন কমিশনই তো ডিলিট করেনি। এর দায় তো কমিশনেরই।’’ কুণাল আরও বলেন, ‘‘ব্রাত্য বসুর বাবা এলাকার বিশিষ্ঠ নাগরিক। তাঁর নামে তো কেউ ভোট দিতে যায়নি। কেউ যদি যেত তাহলে বিরোধী এজেন্টরাই তো বলে দেবে।’’
অন্যদিকে, ভোটার তালিকা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ, সোমবার ফের সাংবাদিক সম্মেলনে বলেছেন, “নো এসআইআর, নো ইলেকশন।” এসআইআরের তরফে এদিন ফের জোর সওয়াল করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.