Advertisement
Advertisement
Newtown

সামান্য আম পাড়া নিয়ে বিবাদ, নিউটাউনে দাদার হাতে ভাই ‘খুন’

পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Brother murdered by elder brother in Newtown

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:May 24, 2025 4:25 pm
  • Updated:May 24, 2025 4:28 pm   

বিধান নস্কর, বিধাননগর: গাছের আম পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিবাদ হয়। আর সেই বিবাদের জেরেই দাদার হাতে ভাই ‘খুন’ হলেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিধাননগরের নিউটাউন এলাকায়। মৃত ব্যক্তির নাম সুশান্ত রায়। ঘটনার জেরে পুলিশ অভিযুক্ত প্রশান্ত রায়কে গ্রেপ্তার করেছে। শনিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের আকন্দ কিশোরি এলাকার বসিন্দা দুই ভাই সুশান্ত ও প্রশান্ত। পাশাপাশি এলাকায় দুই ভাই পরিবার নিয়ে থাকেন। প্রশান্ত রায়ের জমিতে আমগাছ আছে। সেই গাছে আম ফলেছে। এদিন সকালে ওই জমিতে আম পাড়তে গিয়েছিলেন ভাই সুশান্ত। সেই নিয়ে প্রশান্তের সঙ্গে ভাইয়ের বিবাদ শুরু হয়। অভিযোগ, ভাইয়ের উপর চড়াও হন দাদা। কেন আম পাড়া হচ্ছে? তাই নিয়ে শুরু হয় জোর বিবাদ। পরিবারের লোকজন ছুটে এলেও অশান্তি থামানো যায়নি। অভিযোগ, স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও আক্রান্ত হন।

অভিযোগ, বিবাদের মধ্যেই ভারী জিনিস দিয়ে ভাইয়ের মাথায় আঘাত করেন দাদা। আঘাতের পরেই মাটিতে লুটিয়ে পড়েন সুশান্ত। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানান চিকিৎসাকরা। খবর পেয়ে টেকনোসিটি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত দাদা প্রশান্ত রায়কে আটক করেছে পুলিশ। সামান্য আমপাড়াকে কেন্দ্র করে কি এমন ঘটনা? নাকি দুই ভাইয়ের মধ্যে আগে থেকেই অন্য কোনও বিষয় নিয়ে বিবাদ ছিল? সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া। গোটা ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ