Advertisement
Advertisement
Jadavpur

ফের খাস কলকাতায় পিটিয়ে খুন! যাদবপুরে পার্কিং নিয়ে বচসার জেরে মারধর

ইতিমধ্যে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যাদবপুর থানার পুলিশ।

Cab driver allegedly lynched to death in Jadavpur

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:March 8, 2025 11:11 am
  • Updated:March 8, 2025 11:26 am   

নিরুফা খাতুন: ফের খাস কলকাতায় পিটিয়ে খুন! এবার গণপিটুনির শিকার অ্য়াপ ক্যাব চালক। বুধবার রাতে ঘটনাটি ঘটে যাদবপুর থানার বিজয়গড় এলাকায়। শনিবার সকালে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ইতিমধ্যে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যাদবপুর থানার পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম জয়ন্ত। অ্যাপ ক্য়াবের চালক। বিজয়গড়ের লালকা মাঠের পাশে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে বাড়ি ফেরার পথে অ্য়াপ ক্যাব পার্কিং নিয়ে স্থানীয় যুবকদের সঙ্গে বচসা বাঁধে। সূত্রের দাবি, লালকা মাঠের কাছে পার্কিংয়ের সময় একটি স্কুটারে ধাক্কা মারে ক্যাবটি। সেই সময় স্থানীয় যুবকদের মধ্যে ধাক্কাধাক্কিও হয়। মাটিতে পড়ে যান জয়ন্ত। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। শনিবার সকালে মৃত্যু হয় ক্যাব চালকের।

এই ঘটনায় ইতিমধ্যে ৫ জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতায় একের পর এক এই গণপিটুনির ঘটনায় আতঙ্ক বাড়ছে। পুলিশের তরফে বারবার বলা হচ্ছে, যে কোনও পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে নেবেন না। তারপরেও এধরনের ঘটনা ঘটেই চলেছে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ