Advertisement
Advertisement
Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে রাজনৈতিক কর্মসূচি নয়, শুভেন্দুদের মিছিল মামলায় জানাল হাই কোর্ট

রবিবার বিজেপির মিছিলে অনুমতি দিলেও রুট বদলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

Calcutta HC bans political programmes around Jadavpur University campus
Published by: Sucheta Sengupta
  • Posted:March 7, 2025 8:59 pm
  • Updated:March 7, 2025 9:05 pm  

গোবিন্দ রায়: আদালতের নির্দেশ ছাড়া আপাতত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও কর্মসূচি করতে পারবে না কোনও রাজনৈতিক সংগঠন। বিজেপির আনা মিছিলের অনুমতি মামলায় জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিজেপিকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয় চত্বরে রাজনৈতিক কর্মসূচিতে বাধা রয়েছে, তাই মিছিলের রুট বদলে দেওয়া হয়েছে। 

Advertisement

উচ্চ আদালত জানিয়েছে, রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত মিছিল হবে। নবীনা সিনেমা হল থেকে শুরু হওয়া মিছিল বিশ্ববিদ্যালয় চত্বর থেকে ১০০ মিটার আগে, যাদবপুর থানার আগেই শেষ করতে হবে। মিছিল থেকে কোনও উত্তেজনামূলক স্লোগান দেওয়া যাবে না। এছাড়াও সমস্ত বিধি নিষেধ মেনে মিছিল করতে হবে। ৭৫০ জনের জমায়েত করা যাবে। সংশ্লিষ্ট থানা আইনশৃঙ্খলার বিষয়টি দেখবে বলেও নির্দেশ দিয়েছে আদালত।

এই নির্দেশ প্রসঙ্গেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ”যতদিন আমি (আদালত) মামলাটা নিচ্ছি অর্থাৎ ১৩ মার্চ পর্যন্ত কাউকে যাতে ওই এলাকায় অনুমতি না দেওয়া হয়। অর্থাৎ আদালতের অনুমতি ছাড়া ওখানে কেউ কর্মসূচি করতে পারবে না। আয়োজকদেরও নজর রাখতে হবে।” যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও রাজনৈতিক সংগঠন ১৩ মার্চ পর্যন্ত কর্মসূচি করতে পারবেন না। প্রসঙ্গত, গত শনিবার  বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে এসএফআইয়ের নজিরবিহীন অশান্তি ঘিরে প্রেক্ষিতে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে জোর তরজা বাংলার রাজনৈতিক মহলে। যা নিয়ে শাসক-বিরোধী সংঘাত পৌঁছেছে চরমে। একের পর এক মিছিল হয়েছে সব রাজনৈতিক দলের। এবার অশান্তির প্রতিবাদে মিছিল করতে চেয়ে হাই কোর্টে মামলা করে বিজেপি। সেই মামলায় আদালত সাফ জানিয়ে দিল, এই মুহূর্তে কোনও রাজনৈতিক কর্মসূচি হবে না যাদবপুর বিশ্ববিদ্যালয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement