Advertisement
Advertisement
KMC

কলকাতা পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগে বাধা নেই, জানাল হাই কোর্ট

বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ এই নির্দেশ দেন।

Calcutta HC directs to recruit in KMC's sub assistant post
Published by: Sayani Sen
  • Posted:June 19, 2025 8:07 pm
  • Updated:June 19, 2025 8:07 pm  

গোবিন্দ রায়: কলকাতা পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগে কোনও বাধা নেই। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ কলকাতা হাই কোর্টের। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ এই নির্দেশ দেন। বলে রাখা ভালো, মোট ৭৮ টি শূন্যপদে হবে নিয়োগ।

আদালতের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার ভার্চুয়ালি হাজিরা দেন কলকাতা পুরসভার কমিশনার এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। ডিভিশন বেঞ্চের নির্দেশ না মানা নিয়ে একে অপরকে দোষারোপ করেন। এদিন পুরসভার আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, “কোনও নিয়োগ, কোনও ভর্তি অযথা বন্ধ রাখার প্রয়োজন নেই। ডিভিশন বেঞ্চ তার নির্দেশে স্পষ্ট করে বলেছে যে ৬৬ টি সম্প্রদায়কে নিয়ে এবং ৭ শতাংশ সংরক্ষণ নীতি মেনে কাজ করুন। পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। শূন্যপদে নিয়োগের অনুমতি চেয়ে আজই রাজ্যের কাছে আবেদন জানাবে কলকাতা পুরসভা। আগামী ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমতি দেবে রাজ্য। তারপর বাকি নিয়ম মেনে হবে নিয়োগ।

উল্লেখ্য, ২০১০ সালে ওবিসি বলে ঘোষণা করা হয় মোট ৬৬টি জনগোষ্ঠীকে। তার মধ্যে ৫৪টি অমুসলিম জনগোষ্ঠী এবং মুসলিম ১২টি। কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, ২০১০ সালের পর থেকে নথিভুক্ত সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করা হয়েছে। তবে ৬৬টি জনগোষ্ঠীর শংসাপত্র চাকরির নিয়োগ কিংবা কলেজের ভর্তিতে গ্রাহ্য হবে। গত মঙ্গলবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থার এজলাসে হয় মামলার শুনানি। ওই শুনানিতে ওবিসি গেরোয় কলেজে ভর্তি আটকে থাকার কথা বলা হয়। তবে আদালত সাফ জানায়, এমন সমস্যা হওয়ার কথা নয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement