Advertisement
Advertisement
Calcutta HC

জলযন্ত্রণায় উদ্বিগ্ন হাই কোর্ট, ২ সপ্তাহের মধ্যে রাজ্যকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

'জমা জল সরাতে পাম্প লাগান', পরামর্শ বিচারপতি সেনের।

Calcutta HC directs to repair road
Published by: Sayani Sen
  • Posted:July 17, 2025 2:19 pm
  • Updated:July 17, 2025 3:57 pm  

গোবিন্দ রায়: বর্ষায় বেহাল রাস্তা এবং জমা জল নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাই কোর্ট। আগামী ২ সপ্তাহের মধ্যে রাস্তা সারাই সংক্রান্ত পদক্ষেপের ডেডলাইন বেঁধে দিলেন বিচারপতি সৌমেন সেন। ওই সময়সীমার মধ্যে রাস্তা ঠিক করার উদ্যোগ নেওয়া না হলে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Advertisement

বিচারপতি সৌমেন সেনের পর্যবেক্ষণ, “কলকাতার বিভিন্ন অংশ, তারাতলা থেকে বজবজের দিকের রাস্তাও খুব খারাপ। সমস্ত জেলা পরিষদ এবং পূর্তদপ্তর যদি কাজ না করে তাহলে আদালতকেই কিছু করতে হবে। বিভিন্ন জেলার অবস্থা অত্যন্ত খারাপ । রোগীরা অত্যন্ত অসুবিধায় পড়ছেন। আমি দেখেছি কীভাবে রোগীদের এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেতে হচ্ছে।” বিচারপতির পরামর্শ, “জমা জল সরাতে খুব বেশি টাকা লাগবে না। পাম্প লাগান।” আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্য কী করে, সেটাই এখন দেখার।

হাই কোর্টের এই পর্যবেক্ষণ প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “তারাতলা থেকে বজবজ পর্যন্ত রাস্তার অবস্থা খারাপ ঠিকই। তবে সংস্কারের কাজও চলছে। ভরা বর্ষায় যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, তাতে রাস্তা সংস্কারের কাজ কীভাবে সম্ভব, তাও হাই কোর্টের ভাবা উচিত।” তিনি আরও বলেন, দুর্গাপুর ব্রিজের সংস্কারের দায়িত্ব কার, সে মামলা এখনও হাই কোর্টে ঝুলছে। তাই সংস্কারের কাজ এখনও পড়ে রয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement