ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশি ডিগ্রি বাতিল মামলায় আদালতে স্বস্তি পেলেন শান্তনু সেন। সোমবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিনহা পর্যবেক্ষণে জানান, কী কারণে শান্তনু সেনকে সাসপেন্ড করা হল, তার তার উল্লেখ নেই। কী অভিযোগ, তাও জানানো হয়নি। এসবের ভিত্তিতে হাই কোর্ট জানিয়েছে, লেটার হেডে ডিপ্লোমা ফেলোশিপ হিসেবে পরিচয় দিতে হবে শান্তনু সেনকে। তবে রাজ্য মেডিক্যাল কাউন্সিল চাইলে ফের আইনি পথে হাঁটতে পারে।
তৃণমূল থেকে বরখাস্ত হওয়া চিকিৎসক নেতা শান্তনু সেনের ডিগ্রি নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়। তাঁর গ্লাসগোর সাম্মানিক ডিগ্রি ‘ভুয়ো’ বলে দাবি তুলে গত সপ্তাহে রাজ্য মেডিক্যাল কাউন্সিল রেজিস্ট্রেশন বাতিল করে দেয়। দু’বছরের জন্য সাসপেন্ড করা হয় শান্তনু সেনকে। যার অর্থ তিনি চিকিৎসক হিসেবে প্র্যাকটিস করতে পারবেন না। সংবাদমাধ্যম সূত্রে এই খবর পেয়ে শান্তনু সেন জানান, তাঁকে না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল কাউন্সিল। এমনকী আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছিলেন বহিষ্কৃত তৃণমূল নেতা। সোমবার কলকাতা হাই কোর্টে সেই মামলার শুনানি ছিল। তাতে আপাতত স্বস্তি মিলল শান্তনু সেনের।
এদিনের শুনানিতে হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, মামালকারীকে (শান্তনু সেন) শুনানির সুযোগ দিতে হবে। তাঁকে নিজের বক্তব্য জানানোর সময় দেওয়া হোক। আদালতের আরও পর্যবেক্ষণ, কী কারণে শান্তনু সেনকে সাসপেন্ড করা হয়েছে, তার উল্লেখ নেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্দেশ। কী অভিযোগ সেটাও জানানো হয়নি মামলাকারীকে। আরও বলা হয়েছে, কী কারণে কাউন্সিল স্বত:প্রণোদিত এই পদক্ষেপ নিল, সেটাও জানাতে হবে মামলাকারীকে। তবে কাউন্সিল চাইলে পুনরায় আইন মেনে সমস্ত প্রক্রিয়া চালাতে পারবে। তবে শান্তনু সেনের উদ্দেশেও আদালতের বার্তা, লেটার হেড লিখতে হবে ফেলোশিপ ডিগ্রি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.