ফাইল ছবি
গোবিন্দ রায়: অবশেষে হাওড়ার বাগনানে মহরম যাত্রার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে একাধিক শর্ত বেঁধে দিয়েছে আদালত। পুলিশের কাছে অনুমতি না পাওয়ায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন আয়োজকরা। তারপরই মেলে অনুমতি।
শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে হয় মামলার শুনানি। বাগনানের নাজাখ ইমামবাড়া-দক্ষিণপাড়া থেকে খাজুটি মোড় পর্যন্ত হবে মিছিল। বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে আটটার মধ্যে মিছিল শেষ করতে হবে। বিচারপতি বলেন, মিছিলে দেড়শোজনের বেশি অংশ নিতে পারবেন না। মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না। মানতে হবে ট্রাফিক আইন। মিছিল থেকে যাতে কোনও অশান্তি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তাই মিছিলের নজরদারিতে পুলিশকে প্রয়োজনে অতিরিক্ত বাহিনীর বন্দোবস্ত করতে হবে। হাওড়া রুরাল পুলিশ জেলার পুলিশ সুপার অতিরিক্ত বাহিনীর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।
এর আগে গত বুধবার নবান্নে উলটোরথ, শ্রাবণী মেলা ও মহরমের জন্য আধিকারিকদের নিয়ে প্রস্তুতি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানগুলিকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তি না হয়, সেদিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে। বিভিন্ন জায়গায় জায়গায় অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.