Advertisement
Advertisement
Sandeshkhali

সন্দেশখালি ‘গণধর্ষণ’ মামলায় পুলিশি তদন্তে অসন্তোষ, সিট গঠনের নির্দেশ কলকাতা হাই কোর্টের

এক মাস পর তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে এসিজেএম বসিরহাটে।

Calcutta HC orders SIT on Sandeshkhali harassment case

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 29, 2025 8:09 pm
  • Updated:January 29, 2025 8:09 pm   

গোবিন্দ রায়: সন্দেশখালি ‘গণধর্ষণ’ মামলায় পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ। সিট গঠনের নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নেতৃত্বে লালবাজারের হোমিসাইড শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনার বীরেশ্বর চট্টোপাধ্যায়। এছাড়াও থাকবেন আইপিএস রাহুল মিশ্র, বাদুরিয়ার এসডিপিও। এক মাস পর তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে এসিজেএম বসিরহাটে।

Advertisement

গতবছরের জানুয়ারি থেকে চর্চায় সন্দেশখালি। বহু মহিলা তাঁদের উপর হওয়া নির্যাতনের কাহিনী তুলে ধরেছেন। পুলিশের দ্বারস্থ হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন এলাকার বেতাজ বাদশা শেখ শাহজাহান। তারই মাঝে গত ১৬ মে এলাকার এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক-সহ ৩ জনের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেও কোনও লাভ হয়নি। যদিও বেশ কিছুদিন পর এফআইআর দায়ের হয়। তারপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। এমনকী কাউকে গ্রেপ্তারও করা হয়নি। অভিযোগ, উলটে নির্যাতিতাকে এফআইআর তুলে নেওয়ার জন্য হুমকি দিতে শুরু করেন অভিযুক্তরা। এরপরই তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিকের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হন নির্যাতিতা।

সেই মামলার শুনানিতে আগেই নির্যাতিতাকে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। এবার সিট গঠনের নির্দেশ দিলেন বিচারপতি। অভিযুক্তরা শাস্তি পাবেই, এই আশায় নির্যাতিতা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ