Advertisement
Advertisement
Nabanna Abhijan

মঙ্গলাহাটের ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা, সংগ্রামী যৌথমঞ্চের নবান্ন অভিযানে ‘না’ হাই কোর্টের

সেপ্টেম্বরে মামলার পরবর্তী শুনানি।

Calcutta HC rejects Nabanna Abhijan
Published by: Sayani Sen
  • Posted:July 26, 2025 10:05 am
  • Updated:July 26, 2025 10:07 am  

গোবিন্দ রায়: যেহেতু পুলিশ অনুমতি দেয়নি, তাই আগামী ২৮ জুলাই ও ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাকে কোনও জমায়েত নয়। নবান্ন অভিযান আটকাতে মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির আনা মামলায় জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট।

Advertisement

আগামী ২৮ জুলাই এবং ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ওইদিন মিছিল হলে হাওড়ায় হাটে বিকিকিনিতে সমস্যা হবে। তার ফলে ব্যবসায় ক্ষতি হবে। সে কারণে গত বুধবার আদালতে যায় মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি। সাধারণ সম্পাদক রাজকুমার সাহা বলেন, “আমরা কোনও আন্দোলনের বিরুদ্ধে নই। কিন্তু হাটের দিনে রাস্তায় প্রতিবাদ সভা হলে আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হয়। প্রশাসনের পক্ষ থেকেও দোকান না খোলার পরামর্শ আসে। তাই বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলাম।”

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দ্বারস্থ হয়ে ব্যবসায়ী সমিতি জানায়, যেহেতু পুলিশ অনুমতি দেয়নি তাই ২৮ জুলাই কোন জমায়েত নয়। মামলায় বেআইনি জমায়েত আটকানোর পাশপাশি, নির্দেশ না মানলে আইন অনুযায়ী পুলিশ কড়া পদক্ষেপের আবেদনও জানানো হয়। এই সংক্রান্ত বিষয়ে হলফনামা আদানপ্রদানের নির্দেশ দিয়েছে আদালত। সেপ্টেম্বর মাসে পরবর্তী শুনানি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement