Advertisement
Advertisement
Student Election

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কী ভাবছে রাজ্য? ২ সপ্তাহের মধ্যে জবাব তলব হাই কোর্টের

শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন সমিতি রাজনৈতিক প্রভাবমুক্ত করার পরামর্শ আদালতের।

Calcutta HC seeks report on student election
Published by: Sayani Sen
  • Posted:July 17, 2025 4:19 pm
  • Updated:July 17, 2025 4:47 pm  

গোবিন্দ রায়: কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। নির্বাচন নিয়ে কী ভাবছে রাজ্য, আগামী ২ সপ্তাহের মধ্যে জবাব তলব করলেন বিচারপতি সৌমেন সেন। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন সমিতিকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার পরামর্শ আদালতের।

Advertisement

রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন আদালতে বলেন, “অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়ে আমরা নির্বাচনে যাব না। এটা রাজনৈতিক নিয়োগ। আমরা এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছি।” একথা শুনে উষ্মাপ্রকাশ করে বিচারপতি বলেন, “এটা আপনি বলতে পারেন না।” পালটা রাজ্যের সওয়াল, “সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এই অন্তর্বর্তীকালীন উপাচার্যরা কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না।” হাই কোর্টের পর্যবেক্ষণ, “রাজ্য নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করুক। বাকিটা আমরা দেখছি।”

বিচারপতি সৌমেন সেনের আরও পর্যবেক্ষণ, সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালন সমিতিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। পড়ুয়াদের শেখার সুযোগ বাড়াতে পরিচালন সমিতিতে বিশিষ্ট শিক্ষাবিদদের রাখার পরামর্শ বিচারপতির। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আছেন সেখানে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরু করা হোক। ২ সপ্তাহের মধ্যে রাজ্য কী জানায়, সেটাই এখন দেখার। 

উল্লেখ্য, বছর ছয় আগে, গত ২০১৭ সালে শেষবারের মতো ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে। এরপর বিক্ষিপ্তভাবে কয়েকটি কলেজে ভোট হলেও সামগ্রিকভাবে কিছু হয়নি। এ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও একাধিকবার বলেছিলেন, ছাত্র সংসদ নির্বাচনে উদ্যোগী তাঁরা। পরিস্থিতি বুঝে নির্বাচন করানো হবে। তবে তা সত্ত্বেও হয়নি নির্বাচন। তাই আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। এর আগে গত মার্চে রাজ্যের কাছে এই বিষয়ে হলফনামা চেয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই সময় ২ সপ্তাহের ডেডলাইনও বেঁধে দেয় আদালত। আবার ফের দু’সপ্তাহের ডেডলাইন বেঁধে দিল হাই কোর্ট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement