গোবিন্দ রায়: দুর্গাপুজোর অনুদান নিয়ে গত বছর পর্যন্ত কতগুলো ক্লাব হিসেব দিয়েছে? যারা দেয়নি তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? সে সংক্রান্ত বিস্তারিত জানিয়ে রাজ্যের হলফনামা তলব করল কলকাতা হাই কোর্ট। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আদালতে হলফনামা জমা দিতে হবে। সোমবার এমনই নির্দেশ দেয় বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ।
সোমবার রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, অনুদান দেওয়ায় আদালত কোনও আপত্তি করেনি। তাই পুজোর পরে এই মামলার শুনানি হোক। তার আগে রাজ্য হলফনামা দেবে। বিচারপতি সুজয় পাল তাতে আপত্তি জানান। আদালতের প্রশ্ন, পুজোর পর এই মামলার আর গুরুত্ব কী? কারণ, আদালতে বারবার সঠিক হিসাব দেওয়ার কথা বলা হয়েছে। অথচ সেই হিসেব দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ। ফলে সে ব্যাপারে পদক্ষেপ করতে হলে পুজোর আগেই করতে হবে। কারণ, গত বছরগুলিতে বহু ক্লাব হিসাব দেয়নি বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এরপরই বিচারপতি রাজ্যকে হলফনামা দিয়ে ক্লাবগুলির অনুদান সংক্রান্ত আয়ব্য়য়ের হিসাব দেওয়ার নির্দেশ দেয়। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি।
উল্লেখ্য, ২০১৯-এর দুর্গাপুজো কমিটিগুলোকে ২৫,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করে রাজ্য। ২০২০ সালে করোনা পরিস্থিতির মধ্যেও সেই অনুদানের পরিমাণ বেড়ে ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়। যা নিয়ে প্রশ্ন তুলে এবং ধর্মনিরপেক্ষতাকে চ্যালেঞ্জ জানিয়ে ২০২০ সালে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় হাই কোর্টে। এবার অনুদান বেড়ে ১ লক্ষ ১০ হাজার টাকা। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা দায়ের করেন দুর্গাপুরের বাসিন্দা জনৈক সৌরভ দত্ত। গত কয়েক বছর সেই পুরনো মামলাতেই নতুন আবেদন জানিয়ে মামলা দায়ের করা হয়। যদিও সে মামলা আদালতে ধোপে টেকেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.