Advertisement
Advertisement
Calcutta High Court

জট কাটল, মাদ্রাসায় গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র কলকাতা হাই কোর্টের

আগামী ২১ দিনের মধ্যে ফলপ্রকাশ করতে হবে, নির্দেশ বিচারপতির।

Calcutta High Court grants permission to appoint Group D staff in madrasa

ফাইল ছবি

Published by: Suhrid Das
  • Posted:July 16, 2025 11:29 am
  • Updated:July 16, 2025 11:58 am  

গোবিন্দ রায়: জট কাটল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে। কলকাতা হাই কোর্ট গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিল। দীর্ঘ ১৫ বছর পর এবার এই নিয়োগ হবে বলে খবর। ২০১০ সালে তৎকালীন বাম সরকারের আমলে মাদ্রাসা স্কুলে কর্মী নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছিল। তারপর সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক মামলা চলে। ফলে থমকে যায় সেই নিয়োগ প্রক্রিয়া।

Advertisement

কলকাতা হাই কোর্টের বিচারপতি পার্থসারথি সেনের এজলাসে এই মাওলার শুনানি চলছিল। বিভিন্ন পক্ষের সওয়াল-জবাব চলে শুনানির সময়। আজ বুধবার বিচারপতি মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিলেন। তবে আগামী ২১ দিনের মধ্যে ফলপ্রকাশ করতে হবে। সেই নির্দেশও দিয়েছে হাই কোর্ট। এই নির্দেশের পর নিয়োগ প্রক্রিয়ায় আর বাধা থাকল না বলে মত ওয়াকিবহাল মহলের। দীর্ঘ দিন পরে আদালতের এই রায়ের ফলে ২৯২টি শূন্যপদ পূরণে জট কাটল।

বাম আমলে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি জারি হয়েছিল। পরের বছর পরীক্ষা নেওয়া হয়েছিল। যদিও অনেক চাকরিপ্রার্থী সেই পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেইসময়। ফলে মাদ্রাসা সার্ভিস কমিশন ফের সেই পরীক্ষা নেয়। কিন্তু তারপরও সেই জট কাটেনি। সেই পরীক্ষা নিয়েও প্রশ্ন ওঠে। পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে আদালতে একাধিক মামলা দায়ের হয়। মামলার জটে এত দিন ফলপ্রকাশ হয়নি। থমকে গিয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়া। এরপর কলকাতা হাই কোর্টে বিচারপতি পার্থসারথি সেনের এজলাসে মামলার শুনানি চলে। এদিন সেই মামলার শুনানিতেই নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement